চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে Birbhum Health Recruitment 2023 Notification প্রকাশ করা হলো। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Birbhum Health Recruitment 2023 Notification এ নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://birbhum.gov.in/
■ পদের নাম- আশা কর্মী (ASHA- Accredited Social Health Activist)
■ মোট শূন্যপদ- 74 টি
■ মাসিক বেতন- 4,500/- টাকা
■ আবেদন শুরুর তারিখ- 19/12/2022
■ আবেদন শেষের তারিখ- 20/01/2023
■ বয়সসীমা-
আবেদনকারীর বয়স হতে হবে 30 – 40 বছরের মধ্যে।
আরও চাকরির খবর:-
বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি দপ্তরে স্থায়ী শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
ভারতীয় পোস্ট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ
কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ
■ যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
■ নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
■ আবেদন মূল্য- আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
■ আবেদন পদ্ধতি-
আবেদন করতে অফলাইনের।
অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি