350+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর || Biology important questions answers || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Biology important questions answers ||  pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর || Biology important questions answers || pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর || Biology important questions answers || pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর || Biology important questions answers || pdf

প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ? 

উত্তর: গ্লোকাগন

প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ? 

উত্তর: রেটিনা

প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী। 

উত্তর: বিলিরুবিন

প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ? 

উত্তর: কিডনীতে 

প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ? 

উত্তর: থাইরক্সিন।

প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়।

উত্তর: ৩৫০ মি.লি.

প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ? 

উত্তর: রেটিনা

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? 

উত্তর: পেপসিন

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? 

উত্তর: পেপসিন

প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? 

উত্তর: টিস্প্যানিক পর্দা

প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ? 

উত্তর: কার্বন

প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ? 

উত্তর: গ্লাইকোজেন রূপে

প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? 

উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?

উত্তর: প্যারা হরমোন

প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? 

উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ? 

উত্তর: অ্যাড্রনালিন

প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ? 

উঃ টেস্টোস্টেরন

প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি? 

উঃ অ্যালডোস্টেরন

প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ? 

উত্তর: অস্থিতে

প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ? 

উত্তর: ক্ষুদ্রান্তে

প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ? 

উত্তর: ডিম্বাণু

প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ? 

উত্তর: ২৪ টি

প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?

উত্তর: ৭২

প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায় ? 

উত্তর:লসিকায়

প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? 

উত্তর: মেলানিন

প্রশ্ন: পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ? 

উত্তর: পাকস্থলী 

প্রশ্ন: নিউরন কি?

উত্তর: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে

প্রশ্ন: কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ? 

উত্তর: সাইনভিয়াল সন্ধি

প্রশ্ন: মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ? 

উত্তর: স্টেপিস

প্রশ্ন: রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?

উত্তর: পিত্তরস

প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ? 

উত্তর: উইলিয়াম হার্ভে

প্রশ্ন: কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ? 

উত্তর: HCL

প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ? 

উত্তর: কিডনীতে 

প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ? 

উত্তর: থাইরক্সিন।

প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? 

উত্তর: টিস্প্যানিক পর্দা

প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ? 

উত্তর: কার্বন

প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ? 

উত্তর: গ্লাইকোজেন রূপে

প্রশ্ন: একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ? 

উত্তর: ১২ – ১৮ বার



১. ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?

উত্তরঃ- ওয়াটসন ও ক্রিক

২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

উত্তরঃ- আমিষ

৩. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তরঃ- উট

৪. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

উত্তরঃ- ৩

৫. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

উত্তরঃ- বিশেষ ধরনের অনৈচ্ছিক

৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তরঃ- অক্সিজেন পরিবহন করা

৭. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –

উত্তরঃ- শ্বসন

৮. Photosynthesis takes place in –

উত্তরঃ- Green parts of the plants

৯. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

উত্তরঃ- নাইট্রোজেন

১০. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–

উত্তরঃ- চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

১১. Dengue fever is spread by–

উত্তরঃ- Aedes aegypti mosquito

১২. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তরঃ- ৬ টি

১৩. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তরঃ- অগ্ন্যাশয় হতে

১৪. হাড় ও দাঁতকে মজবুত করে-

উত্তরঃ- ক্যালসিয়াম ও ফসফরাস

১৫. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –

উত্তরঃ- গ্লাইকোজেন

১৬. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –

উত্তরঃ- জেনেটিক্স

১৭. কোন খাদ্যে প্রোটিন বেশি?

উত্তরঃ- মসুর ডাল

১৮. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?

উত্তরঃ- খেসারী

১৯. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

উত্তরঃ- জল সেচ

২০. জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–

উত্তরঃ- শুশুক

২১. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-

উত্তরঃ- প্যাথজেনিক

২২. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

উত্তরঃ- স্নায়ুতন্ত্রের

২৩. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?

উত্তরঃ- নিওমোনিয়া

২৪. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

উত্তরঃ- ইভোলিওশন

২৫. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

উত্তরঃ- ট্রিপসিন

২৬. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

উত্তরঃ- প্লিহাতে

২৭. কোনটি এ্যান্টিবায়োটিক?

উত্তরঃ- পেনিসিলিন

২৮. জন্ডিসে আক্রান্ত হয় –

উত্তরঃ- যকৃত

২৯. সবচেয়ে বড় ভাইরাস হল-

উত্তরঃ- গো-বসন্তের ভাইরাস

৩০. কোনো পরিবহন তন্ত্র নেই-

উত্তরঃ- ছত্রাকের

৩১. ঝিনুকের রক্তে কি নেই?

উত্তরঃ- হিমোগ্লোবিন

৩২. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?

উত্তরঃ- আর্থ্রোপোডা

৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?

উত্তরঃ- ৮৮-৯০ ভাগ

৩৪. চিংড়ির চাষকে কি বলে?

উত্তরঃ- Prawn culture

৩৫. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?

উত্তরঃ- গ্রীষ্মকাল

৩৬. “আমা” শব্দের অর্থ কি?

উত্তরঃ- সাগর কন্যা

৩৭. কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?

উত্তরঃ- ১৯৫০

৩৮. মাছ চাষের জন্য উপকারী পানি হল-

উত্তরঃ- ক্ষার ধর্মী পানি

৩৯. মাছের প্রাকৃতিক খাবার হল-

উত্তরঃ- প্লাংকটন

৪০. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-

উত্তরঃ- জুয়োপ্ল্যাংকটন

৪১. ব্ল্যাক টাইগার বলা হয় –

উত্তরঃ- বাগদা চিংড়ি

৪২. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?

উত্তরঃ- ২১

৪৩. জীবদেহের কাজের একক কি?

উত্তরঃ- কোষ

৪৪. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?

উত্তরঃ- রবার্ট হুক

৪৫. টিস্যুর গঠনগত একক কি?

উত্তরঃ- কোষ

৪৬. মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?

উত্তরঃ- ৪৬

৪৭. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?

উত্তরঃ- ১৯৭২

৪৮. প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?

উত্তরঃ- প্রানীবৈচিত্র্য

৪৯. Fauna বলতে কি বুঝায়?

উত্তরঃ- প্রানিকূল

৫০. ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?

উত্তরঃ- কাইটিন

৫১. DNA কোথায় থাকে?

উত্তরঃ- নিউক্লিয়াসে

৫২. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় _

উত্তরঃ- ছোলা

৫৩. সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?

উত্তরঃ- সুইফট বার্ড

৫৪. বানরের হাত আছে কয়টি?

উত্তরঃ- হাত নেই

৫৫. কলকাসুন্দা কি?

উত্তরঃ- উপগুল্ম

৫৬. রক্তকোষের উপাদান নয় কোনটি?

উত্তরঃ- হিমোগ্লোবিন

৫৭. হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?

উত্তরঃ- SARS

৫৮. টয়ালিন কি পরিপাক করে?

উত্তরঃ- শর্করা

৫৯. বিলিরুবিন কোথায় থাকে?

উত্তরঃ- প্লীহায়

৬০. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?

উত্তরঃ- ৩৩

৬১. পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?

উত্তরঃ- লিগামেন্ট

৬২. এইডস কোন ভাইরাসের জন্য হয়

উত্তরঃ- HIV

Biology important questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Biology important questions answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here