Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Biology important questions and answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Biology important questions and answers). নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Biology important questions and answers) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Biology important questions and answers)
- বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?
( a ) 77.17 ভাগ
( b ) 20.60 ভাগ
( c ) 0.03 ভাগ
( d ) 0.80 ভাগ
উত্তর – ( b ) 20.60 ভাগ
- কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
( a ) Vit B
( b ) Vit D
( c ) Vit P
( d ) Vit C
উত্তর – ( b ) Vit D
- ক্লোরােফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?
( a ) Fe
( b ) Cu
( c ) Mg
( d ) Mn
উত্তর – ( c ) Mg
- বর্ণালীর কোন রং – এ সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ?
( a ) লাল ও নীল
( b ) নীল ও বেগুনী
( c ) হলুদ ও নীল
( d ) লাল ও হলুদ
উত্তর – ( a ) লাল ও নীল
- কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় ?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন D
( c ) ভিটামিন E
( d ) ভিটামিন C
উত্তর – ( d ) ভিটামিন C
- সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
( a ) A
( b ) O
( c ) B
( d ) AB
উত্তর – ( b ) O
- লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন ?
( a ) নিকটিন্যাস্টি
( b ) হাইপােন্যাস্টি
( c ) সিসমেন্যাস্টি
( d ) কেমােন্যাস্টি
উত্তর – ( c ) সিসমেন্যাস্টি
- দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ?
( a ) Fe এবং ভিটামিন C
( b ) Ca এবং ভিটামিন C
( c ) ভিটামিন A এবং Ca
( d ) ভিটামিন A এবং Fe
উত্তর – ( a ) Fe এবং ভিটামিন C
- নীচের কোন হরমােনটি লােকাল হরমােন ?
( a ) গ্যাস্টিন
( b ) হিস্টামিন
( c ) ব্রাডিকাইনিন
( d ) অক্সিটোসিন
উত্তর – ( d ) অক্সিটোসিন
- আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস কোথায় অবস্থিত ?
( a ) বৃক্কে
( b ) ট্রাকিয়ায়
( c ) অগ্ন্যাশয়ে
( d ) পাকস্থলিতে
উত্তর – ( c ) অগ্ন্যাশয়ে
- সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণী কোনটি ?
( a ) আরকিওপটেরিক্স
( b ) প্লাটিপাস
( c ) পেরিপেটাস
( d ) অক্টোপাস
উত্তর – ( b ) প্লাটিপাস
12 . কার চামড়ার নীচে পুরু ব্লাবারের স্তর থাকে ?
( a ) কচ্ছপের
( b ) সাপের
( c ) ব্যাঙের
( d ) তিমির
উত্তর – ( d ) তিমির
13 . জরায়ুজ অঙ্কুরােদগম কোন উদ্ভিদে দেখা যায় ?
( a ) গরান গাছে
( b ) মটর গাছে
( c ) সুন্দরী গাছে
( d ) ফণীমনসা গাছে
উত্তর – ( a ) গরান গাছে
- টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন ?
( a ) লুই পাস্তুর
( b ) রােনাল্ড রস
( c ) আলেকজান্ডার ফ্লেমিং
( d ) এডওয়ার্ড জেনার
উত্তর – ( d ) এডওয়ার্ড জেনার
- ভাইরােলজির জনক কে ?
( a ) আইভানােওস্কি
( b ) বেইজিরিঙ্ক
( c ) এডওয়ার্ড জেনার
( d ) লুই পাস্তুর
উত্তর – ( b ) বেইজিরিঙ্ক
- ‘ দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ’ কার লেখা গ্রন্থ ?
( a ) জ্যা ব্যাপিস্তে ল্যামার্ক
( b ) হুগাে দ্যা ভিস
( c ) চার্লস ডারউইন
( d ) অ্যারিস্টটল
উত্তর – ( c ) চার্লস ডারউইন
👇আরও পডুন 👇
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
- শ্বসনে মােট কত অণু ATP উৎপন্ন হয় ?
( a ) 15 অণু
( b ) 30 অণু
( c ) 8 অণু
( d ) 38 অণু
উত্তর – ( d ) 38 অণু
18 . পিত্তরসে কোন উৎসেচকটি থাকে ?
( a ) অ্যামাইলেজ
( b ) ট্রিপসিন
( c ) লাইপেজ
( d ) কোন উৎসেচকই থাকে না
উত্তর – ( d ) কোন উৎসেচকই থাকে না
19 . উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?
( a ) ফ্লোয়েমের মাধ্যমে
( b ) জাইলেমের মাধ্যমে
( c ) কর্টেক্সের মাধ্যমে
( d ) নালিকা বান্ডিলের মাধ্যমে
উত্তর – ( b ) জাইলেমের মাধ্যমে
20 . প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি ?
( a ) পা
( b ) ফ্লাজেলা
( c ) সিলিয়া
( d ) সিটা
উত্তর – ( c ) সিলিয়া
21 . খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি ?
( a ) 3 থেকে 5 এর মধ্যে
( b ) 7 থেকে 10 এর মধ্যে
( c ) 11 থেকে 13 এর মধ্যে
( d ) 14 থেকে 16 এর মধ্যে
উত্তর – ( a ) 3 থেকে 5 এর মধ্যে
- কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?
( a ) ফুসফুস
( b ) ত্বক
( c ) অন্ত্র
( d ) বৃক্ক
উত্তর – ( d ) বৃক্ক
- মানুষের করােটি স্নায়ুর সংখ্যা কত ?
( a ) 12 জোড়া
( b ) 10 জোড়া
( c ) 31 জোড়া
( d ) 22 জোড়া
উত্তর – ( a ) 12 জোড়া
24 . কোন হরমোন BMR বৃদ্ধি করে ?
( a ) ইনসুলিন
( b ) অক্সিন
( c ) থাইরক্সিন
( d ) ইস্ট্রোজেন
উত্তর – ( c ) থাইরক্সিন
25 . কোশবাদের প্রবর্তক কে ?
( a ) ওয়াটসন ও ক্লিক
( b ) স্লেইডেন ও স্বােয়ান
( c ) ড্যানিয়েল ও ড্যাভসন
( d ) সিঙ্গার ও নিকলসন
উত্তর – ( b ) স্লেইডেন ও স্বােয়ান
- সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ?
( a ) রবার্ট ব্রাউন
( b ) রবাট হুক
( c ) লিউয়েন হক
( d ) স্বােয়ন
উত্তর – ( c ) লিউয়েন হক
- বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত ?
( a ) n
( b ) 2n
( c ) 3n
( d ) 4n
উত্তর – ( c ) 3n
- নিচের কোন উপাদানটি সজীব ?
( a ) ট্রাকিয়া
( b ) ট্রাকিড
( C ) জাইলেম প্যারেনকাইমা
( d ) জাইলেম তন্তু
উত্তর – ( b ) ট্রাকিড
- সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ ।
( a ) যকৃৎ
( b ) প্লীহা
( c ) বৃক্ক
( d ) প্যারােটিড গ্রন্থি
উত্তর – ( b ) প্লীহা
- ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে ?
( a ) মলাশয়
( b ) সিকাম
( c ) ডিওডিনাম
( d ) জেজুনাম
উত্তর – ( b ) সিকাম
- সবচেয়ে দীর্ঘ করােটীয় স্নায়ু কোনটি ?
( a ) ভেগাস
( b ) অপটিক
( c ) ফেসিয়াল
( d ) অডিটরি
উত্তর – ( a ) ভেগাস
- ভূণমুকুলাবরণীতে কোন হরমােন পাওয়া যায় ?
( a ) GA
( b ) IAA
( c ) কাইনিন
( d ) ভারনালিন
উত্তর – ( b ) IAA
- কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় ?
( a ) ম্যাগনেসিয়াম
( b ) লৌহ
( c ) ক্যালসিয়াম
( d ) ফসফরাস
উত্তর – ( b ) লৌহ
- ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ?
( a ) মাইটোকনড্রিয়া
( b ) ক্রোমােটোফোর
( c ) মেসােজোম
( d ) ক্লোরােজোম
উত্তর – ( c ) মেসােজোম
- মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে ?
( a ) বিটা ক্যারােটিন
( b ) বিটা সায়ানিন
( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
( d ) ক্যালসিফেরল
উত্তর – ( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
- মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযােগস্থলে কোন কপাটিকা পাওয়া যায় ?
( a ) দ্বি – পত্ৰক কপাটিকা
( b ) ত্রিপত্রক কপাটিকা
( c ) অর্ধচন্দ্রকার কপাটিকা
( d ) থেবাসিয়ান কপাটিকা
উত্তর – ( a ) দ্বি – পত্ৰক কপাটিকা
- মানুষের করােটির অস্থি সংখ্যা কত ?
( a ) 12
( b ) 32
( c ) 22
( d ) 42
উত্তর – ( c ) 22
- একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় ?
( a ) জলদাপাড়া
( b ) সজনেখালি
( c ) সিল
( d ) সুন্দরবন
উত্তর – ( a ) জলদাপাড়া
- হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় ?
( a ) মরফিন
( b ) রেসারপিন
( c ) ডাটুরিন
( d ) অ্যাট্রোপিন
উত্তর – ( c ) ডাটুরিন
- নীচের কোনটি পশ্চাদ মস্তিষ্কে পাওয়া যায় না ?
( a ) পনস
( b ) টেকটাম
( c ) লঘু মস্তিষ্ক
( d ) সুষুম্নশীর্ষক
উত্তর – ( c ) লঘু মস্তিষ্ক
- কোনটি মানুষের রক্তে লােহিত কণিকাকে আক্রমণ করে ?
( a ) এন্টামিবা
( b ) জিয়াডিয়া
( c ) লিসম্যানিয়া
( d ) প্লাজমােডিয়াম
উত্তর – ( d ) প্লাজমােডিয়াম
- সালােকসংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি ?
( a ) অ্যামিবা
( b ) ইউপ্লিনা
( C ) এন্টামিবা
( d ) ভলভক্স
উত্তর – ( b ) ইউপ্লিনা
- পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে ?
( a ) গ্রাসনালিতে
( b ) পাকস্থলীতে
( c ) ক্ষুদ্রান্ত্রে
( d ) বৃহদন্ত্রে
উত্তর – ( c ) ক্ষুদ্রান্ত্রে
- শ্বসন কি ধরণের বিপাক ?
( a ) উপচিতি
( b ) অপচিতি
( C ) অ্যাম্ফিবােলিক
( d ) কোনােটি নয়
উত্তর – ( b ) অপচিতি
- প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ?
( a ) 20.94 %
( b ) 16.4 %
( c ) 14.2 %
( d ) 8.2 %
উত্তর – ( a ) 20.94 %
- মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
( a ) 5 লক্ষ
( b ) 10 লক্ষ
( c ) 20 লক্ষ
( d ) 12 লক্ষ
উত্তর – ( b ) 10 লক্ষ
- নিন্মলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
( a ) স্বভজী
( b ) সর্বভূক
( c ) মাংশাসী
( d ) পরভোজী
উত্তর – ( a ) স্বভজী
- প্রস্তর কোশ আসলে কী ?
( a ) প্যারেনকাইমা কোশ
( b ) ক্লোরেনকাইমা কোশ
( c ) কোলেনকাইমা কোশ
( d ) স্লেরেনকাইমা কোশ
উত্তর – ( d ) স্লেরেনকাইমা কোশ
- অগ্নাশয় কোন ধরণের আবরণী কলা দ্বারা গঠিত ?
( a ) স্তম্ভাকার আবরণী কলা
( b ) রােমশ আবরণী কলা
( c ) গ্রন্থিময় আবরণী কলা
( d ) স্তরীভূত আবরণী কলা
উত্তর – ( c ) গ্রন্থিময় আবরণী কলা
- বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গােষ্ঠীকে কী বলা হয় ?
( a ) বায়ােম
( b ) ফ্লোরা
( c ) ফাইটোপ্লাঙ্কটন
( d ) অভয়ারণ্য
উত্তর – ( b ) ফ্লোরা
- নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
( a ) রাইজোবিয়াম
( b ) থায়ােব্যাসিলাস
( c ) অ্যাজোটোব্যাক্টর
( d ) ক্লসট্রিডিয়াম
উত্তর – ( b ) থায়ােব্যাসিলাস
- উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়ােজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় ?
( a ) শােষণ
( b ) সালােকসংশ্লেষ
( c ) বাষ্পমােচন
( d ) রেচন
উত্তর – ( c ) বাষ্পমােচন
- কোন জাতীয় খাদ্যের তাপনমূল্য সবচেয়ে বেশী ?
( a ) শর্করা
( b ) প্রােটিন
( c ) ফ্যাট
( d ) অ্যামাইনাে অ্যাসিড
উত্তর – ( c ) ফ্যাট
- অ্যাডামস অ্যাপল কোন অঙ্গে দেখা যায় ?
( a ) ট্রাকিয়া
( b ) স্বরযন্ত্র
( c ) গ্রাসনালী
( d ) ব্রঙ্কাস
উত্তর – ( b ) স্বরযন্ত্র
- কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত ?
( a ) লাইকেন
( b ) মাইকোরাইজা
( C ) VAM
( d ) কোরালয়েড মূল
উত্তর – ( a ) লাইকেন
56 . কোন ধরণের পুষ্টিতে সহভক্তা ও ব্যাতিহারী লক্ষ্য করা যায় ?
( a ) পরজীবীয় পুষ্টি
( b ) মৃতজীবীয় পুষ্টি
( c ) মিথােজীবীয় পুষ্টি
( d ) হলােজোয়িক পুষ্টি
উত্তর – ( c ) মিথােজীবীয় পুষ্টি
57 . অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরােধী ভিটামিন কোনটি ?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন D
( c ) ভিটামিন E
( d ) ভিটামিন C
উত্তর – ( c ) ভিটামিন E
- কোন প্রাণীর রক্তে লােহিতকণিকা নেই ?
( a ) কেঁচো
( b ) মানুষ
( c ) ব্যাং
( d ) – মাছ
উত্তর – ( a ) কেঁচো
59 . সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে ?
( a ) 487 কিলােক্যালােরি
( b ) 518 কিলােক্যালােরি
( c ) 686 কিলােক্যালােরি
( d ) 886 কিলােক্যালােরি
উত্তর – ( c ) 686 কিলােক্যালােরি
60 . অরনিথিন চক্র কোথায় সংগঠিত হয় ?
( a ) পেশীতে
( b ) বৃক্কে
( c ) যকৃতে
( d ) ক্ষুদ্রান্তে
উত্তর -( c ) যকৃতে
- নীচের কোনটি দ্বি – শর্করার উদাহরণ ?
( a ) গুকোজ
( b ) ল্যাকটোজ
( c ) ফুকটোজ
( d ) গ্যালাকটোজ
উত্তর – ( b ) ল্যাকটোজ
- বাষ্পমােচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
( a ) আর্কইন্ডিকেটর
( b ) প্রােটোমিটার
( c ) অক্সানােমিটার
( d ) হিমমােমিটার
উত্তর – ( b ) প্রােটোমিটার
63 . O শ্রেণির রক্তে –
( a ) অ্যাগুটিনােজেন থাকে না
( b ) অ্যাগ্লুটিনিন থাকে না
( c ) অ্যাগ্লুটিনােজেন A থাকে
( d ) অ্যাগ্লুটিনােজেন AB থাকে
উত্তর – ( a ) অ্যাগুটিনােজেন থাকে না
- নীচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না ?
( a ) রেডিয়ান
( b ) আলনা
( c ) হিউমেরাস
( d ) ফিমার
উত্তর – ( d ) ফিমার
- ‘ ইকোসিস্টেম ’ শব্দটি কে প্রবর্তন করেন ?
( a ) রাইটার
( b ) ওডাম
( c ) ট্যান্সলি
( d ) হেকেল
উত্তর – ( c ) ট্যান্সলি
- বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ ?
( a ) একমুখী
( b ) দ্বিমুখী
( c ) ত্রিমুখী
( d ) বহুমুখী
উত্তর – ( a ) একমুখী
- ‘ রেসারপিন ‘ কোন গাছ থেকে পাওয়া যায় ?
( a ) তামাক
( b ) সর্পগন্ধা
( c ) চা
( d ) কুচেলা
উত্তর – ( b ) সর্পগন্ধা
- ধুনা আসলে কী ?
( a ) উপক্ষার
( b ) রজন
( c ) তরুক্ষীর
( d ) র্যাফাইড
উত্তর – ( b ) রজন
69 . মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত ?
( a ) 10 জোড়া
( b ) 31 জোড়া
( c ) 12 জোড়া
( d ) 33 জোড়া
উত্তর – ( b ) 31 জোড়া
- মূত্রে জলের পরিমাণ কোন হরমােন নিয়ন্ত্রণ করে ?
( a ) ACTH
( b ) STH
( c ) TSH
( d ) ADH
উত্তর – ( d ) ADH
- ‘ ব্ল্যাক ফুট রােগ ’ কোন দূষণের জন্য হয় ?
( a ) লেড
( b ) ফুরাইড
( c ) আর্সেনিক
( d ) ক্যাডমিয়াম
উত্তর – ( c ) আর্সেনিক
- রেডিওথেরাপি করা হয় কোন রােগের ক্ষেত্রে ?
( a ) এইডস রােগ
( b ) ক্যানসার রােগ
( c ) জন্ডিস
( d ) যক্ষ্মা
উত্তর – ( b ) ক্যানসার রােগ
- ‘ সায়েন্স ’ শব্দটির মূল উৎস কী ?
( a ) ল্যাতিন
( b ) ইংরেজি
( c ) গ্রিক
( d ) স্প্যানিস
উত্তর – ( a ) ল্যাতিন
74 . এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রােগ সৃষ্টি করে ?
( a ) কলেরা
( b ) টাইফয়েড
( c ) আমাশয়
( d ) সিফিলিস
উত্তর – ( c ) আমাশয়
- BHC আসলে কী ?
( a ) ওষুধ
( b ) রাসায়নিক সার
( c ) কীটনাশক
( d ) বর্জ্যপদার্থ
উত্তর – ( c ) কীটনাশক
76 . কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ?
( a ) A
( b ) C
( c ) D
( d ) E
উত্তর – ( b ) C
77 . রক্তে RBC এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে ?
( a ) ওলিগােসাইথিমিয়া
( b ) পলিসাইথিমিয়া
( c ) অ্যানিমিয়া
( d ) লিউকোপিনিয়া
উত্তর – ( b ) পলিসাইথিমিয়া
- মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি ?
( a ) খাদ্যগ্রহণ
( b ) আত্তীকরণ
( c ) বহিঃস্করণ
( d ) পরিপাক
উত্তর – ( b ) আত্তীকরণ
- মেপালােব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
( a ) ভিটামিন B1
( b ) ভিটামিন B3
( c ) ভিটামিন B9
( d ) ভিটামিন B12
উত্তর – ( c ) ভিটামিন B9
- হাইপারমেট্রোপিয়া বা দূরবন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স উত্তল ব্যবহার করা হয় ?
( a ) অবতল
( b ) সমতল
( c ) সম অবতল
( d ) উত্তল
উত্তর – ( d ) উত্তল
- DNA তে নাইট্রোজেন ক্ষারটি থাকে না ?
( a ) অ্যাডিনিন
( b ) সাইটোসিন
( c ) ইউরাসিল
( d ) থাইমিন
উত্তর – ( c ) ইউরাসিল
- ‘ ফিলজফিক জুওলজিক ’ গ্রন্থের রচয়িতা কে ?
( a ) ল্যামার্ক
( b ) মেন্ডেল
( c ) ডারউইন
( d ) দি ব্রিস
উত্তর – ( a ) ল্যামার্ক
83 . পায়রার বায়ুথলির সংখ্যা কটি ?
( a ) 13
( b ) 7
( c ) 9
( d) 11
উত্তর – ( c ) 9
- কোন বিজ্ঞনী ড্রসােফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন ?
( a ) মেন্ডেল
( b ) ওয়াটসন এবং ক্রিক
( c ) মরগান
( d ) দি ভিস
উত্তর – ( b ) ওয়াটসন এবং ক্রিক
- যক্ষ্মারােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি ?
( a ) Vibrio Cholerae
( b ) Mycobacterium tuberculosis
( c ) Salmonella typhii
( d ) Mycobacterium leprae
উত্তর – ( c ) Salmonella typhii
- সালােকসংশ্লেষীয় একককে কী বলে ?
( a ) ক্লোরােফিল
( b ) কোয়ান্টাজোম
( c ) ক্লোরােসিস
( d ) ক্যারােটিন
উত্তর – ( b ) কোয়ান্টাজোম
- কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরােসিস ঘটে ?
( a ) ক্যালসিয়াম
( b ) পটাসিয়াম
( c ) সােডিয়াম
( d ) ম্যাগনেসিয়াম
উত্তর – ( d ) ম্যাগনেসিয়াম
48 . মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?
( a ) করবেট
( b ) কাজীরাঙা
( c ) ভরতপুর
( d ) কানহা
উত্তর – ( d ) কানহা
89 . কোন প্রাণীর রক্তে হিমােসায়ানিন থাকে ?
( a ) মানুষের
( b ) কুনােব্যাঙের
( c ) আরশােলার
( d ) চিংড়ির
উত্তর – ( b ) কুনােব্যাঙের
90 . পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
( a ) B12
( b ) B6
( C ) B9
( d ) B1
উত্তর – ( a ) B12
- ফার্ণ গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায় ?
( a ) সাইট্রিক অ্যাসিড
( b ) ম্যালিক অ্যাসিড
( c ) অক্সালিক অ্যাসিড
( d ) ফিউমারিক অ্যাসিড
উত্তর – ( b ) ম্যালিক অ্যাসিড
- ঈষ্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে ?
( a ) কোহল সন্ধান
( b ) বিটাইরিক অ্যাসিড সন্ধান
( c ) অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
( d ) ল্যাকটিক অ্যাসিড সন্ধান
উত্তর – ( a ) কোহল সন্ধান
93 . এক অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু ATP উৎপন্ন হয় ?
( a ) 30 অণু
( b ) 38 অণু
( c ) 8 অণু
( d ) 36 অণু
উত্তর – ( b ) 38 অণু
- বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী ?
( a ) Peteropus Giganteus
( b ) Macaca Mulata
( c ) Rana Tigrina
( d ) Scoliodon Sorrakowah
উত্তর – ( a ) Peteropus Giganteus
95 . পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে ?
( a ) কাইম
( b ) কাইল
( c ) মল
( d ) কোনটাই নয়
উত্তর – ( a ) কাইম
- পাকস্থলির কোন কোশ থেকে HCI ক্ষরিত হয় ?
( a ) পেপটিক কোশ
( b ) আরজেনটাফিল কোশ
( c ) অক্সিনটিক কোশ
( d ) ডেল্টা কোশ
উত্তর – ( c ) অক্সিনটিক কোশ
- মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম ?
( a ) অরেখ পেশী
( b ) হৃদপেশী
( c ) স্নায়ুকোশ
( d ) সরেখ পেশী
উত্তর – ( d ) সরেখ পেশী
- মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে ?
( a ) ডিপ্লোজোম
( b ) কোয়ান্টাজোম
( c ) অক্সিজোম
( d ) মাইক্রোজোম
উত্তর – ( c ) অক্সিজোম
- হেপাটাইটিস রােগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
( a ) ক্ষুদ্রান্ত
( b ) যকৃত
( c ) পাকস্থলী
( d ) অগ্নাশয়
উত্তর – ( b ) যকৃত
- কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?
( a ) মানুষ
( b ) কুকুর
( c ) পায়রা
( d ) ব্যাঙ
উত্তর – ( c ) পায়রা
- কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত ?
( a ) ত্বক
( b ) স্পর্শেন্দ্রিয়
( c ) চক্ষু
( d ) নাসিকা
উত্তর – ( b ) স্পর্শেন্দ্রিয়
“Biology important questions and answers এটি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here