জীবনী- স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন | Biography of Sir Chandrashekhar Venkat Raman

স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন | Biography of Sir Chandrashekhar Venkat Raman

■ স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন (Biography of Sir Chandrashekhar Venkat Raman 1888-1970)

জন্ম:- চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1888 খ্রিস্টাব্দের এই নভেম্বর দক্ষিণ ভারতের ত্রিচিনোপল্লিতে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:- সি. ভি. রমন মাত্র তেরো বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজ থেকে স্বর্ণপদক নিয়ে বিএ পাশ করার দুবছর পরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএ পাশ করেন।

কর্মজীবন ও আবিষ্কার:- কর্মজীবনের শুরুতে তাঁকে ভারত সরকারের অধীনে অর্থবিভাগে চাকরি নিতে হয়। চাকরি উপলক্ষে কলকাতায় থাকার সময় মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দি কালটিভেশন অব সায়েন্স -এ গবেষণার কাজ শুরু করেন। 1917 খ্রিস্টাব্দে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।

সি.ভি. রমন 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে পালিত অধ্যাপকরূপে যোগ দেন। 1918 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময়ে কলকাতায় থাকাকালীন তাঁর পুরোনো গবেষণাগার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দি কালটিভেশন অব সায়েন্সে পুরো মাত্রায় গবেষণা চালিয়ে যান। এই সময় তিনি পদার্থবিদ্যার বহু মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেন। তাঁর মৌলিক গবেষণা রমন এফেক্ট (Raman effect) বিশ্বের জ্ঞানপিপাসুদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে।

সম্মানলাভ:- ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে তাঁকে ‘স্যার’ উপাধিতে ভূষিত করে তাঁর বহুবিধ মৌলিক গবেষণার যোগ্য মর্যাদা দেন। (1930 খ্রিস্টাব্দে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মান ‘নোবেল পুরস্কার’ পান। (1924 খ্রিস্টাব্দে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন।) 1928 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1954 খ্রিস্টাব্দে ভারত সরকার ‘ভারতরত্ন’ উপাধি দিয়ে তাঁকে সম্মানিত করেন। 1957 খ্রিস্টাব্দে তিনি ‘লেলিন শান্তি পুরস্কার পান।

মৃত্যু:- 1970 খ্রিস্টাব্দের 21 শে নভেম্বর তিনি পরলোকগমন করেন।