বিজ্ঞানী শান্তিস্বরূপ ভাটনাগর | Biography of Shantiswaroop Bhatnagar
■ বিজ্ঞানী শান্তিস্বরূপ ভাটনাগর (Biography of Shantiswaroop Bhatnagar-1894–1955)
■ জন্ম পরিচয়:- শান্তিস্বরূপ ভাটনাগর 1894 খ্রিস্টাব্দের 21 শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
■ শিক্ষাজীবন:- লাহোরের দয়াল সিং উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। 1913 খ্রিস্টাব্দে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1916 খ্রিস্টাব্দে ফর্মান খ্রিশ্চিয়ান কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে উত্তীর্ণ হন। 1919 খ্রিস্টাব্দে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে যান। 1921 খ্রিস্টাব্দে তেলের পৃষ্ঠটানের ওপর কাজ করে ডিএসসি ডিগ্রি লাভ করেন।
■ কর্মজীবন:- 1921 খ্রিস্টাব্দে ভাটনাগর দেশে ফিরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগ দেন। 1924 খ্রিস্টাব্দে মাত্র তিরিশ বছর বয়সে লাহোরে ইউনিভার্সিটি কেমিক্যাল ল্যাবোরেটরির ডাইরেক্টর পদে নিযুক্ত হন। 1939 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ভারতের তৎকালীন ভাইসরয়ের নির্দেশে ভাটনাগরকে ভারত সরকারের বিজ্ঞান এবং শিল্প গবেষণার মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়।
1942 খ্রিস্টাব্দ থেকে মৃত্যুর দিন পর্যন্ত ভাটনাগর কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) -এর মুখ্য দায়িত্বে ছিলেন। 1948 এবং 1949 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকারের শিক্ষা দপ্তরের সেক্রেটারি এবং উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি পারমাণবিক শক্তি কমিশনের সেক্রেটারি নিযুক্ত হন এবং পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন।
■ সম্মান লাভ:- দেশে ও বিদেশে তিনি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। 1941 খ্রিস্টাব্দে তিনি নাইট ব্যাচেলার সম্মানে ভূষিত হন। 1943 খ্রিস্টাব্দে লন্ডনের রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হন। 1954 খ্রিস্টাব্দে স্বাধীন ভারত সরকার তাঁকে ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করেন।
■ মৃত্যু:- এই মহান বিজ্ঞানী 1955 খ্রিস্টাব্দে আমাদের স্থূলজগত ছেড়ে অমৃতলোকে যাত্রা করেন।