জীবনী- প্রশান্তচন্দ্ৰ মহলানবিশ | Biography of Prasanta Chandra Mahalanabish

প্রশান্তচন্দ্ৰ মহলানবিশ (Biography of Prasanta Chandra Mahalanabish)

■ অধ্যাপক প্রশান্তচন্দ্ৰ মহলানবিশ (Biography of Prasanta Chandra Mahalanabish 1893-1972)

জন্ম:- অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশ 1893 খ্রিস্টাব্দের 29 শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:- 1908 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রাহ্ণ বয়েজ স্কুল থেকে এনট্রান্স পাশ করেন। 1912 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স সহ বিএসসি পাশ করেন। 1913 খ্রিস্টাব্দে ইংল্যান্ড যান। সেখানকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা ও গণিতে ‘ট্রাইপস’ পদক নিয়ে দেশে ফিরে আসেন।

কর্মজীবন ও আবিষ্কার:- দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের অধ্যাপকরূপে যোগ দেন। পদার্থ বিজ্ঞানের অধ্যাপনার সঙ্গে সঙ্গে তিনি পরিসংখ্যান চর্চা আরম্ভ করেন। অল্প কিছুদিনের মধ্যে পদার্থবিদ প্রশান্তচন্দ্ৰ পরিসংখ্যানবিদ হয়ে পড়লেন। তাঁরই চেষ্টায় প্রেসিডেন্সি কলেজে আত্মপ্রকাশ করল ভারতের স্ট্যাটিস্টিক্যাল ল্যাবোরেটরি। পরিসংখ্যা বিজ্ঞানের যে ক্ষেত্রগুলিতে তাঁর নাম যুক্ত রয়েছে সেগুলি হল – (i) মহলানবিশ দূরত্ব, (ii) পরীক্ষা পরিকল্পনা, (iii) ব্যাপক নমুনা সমীক্ষা তত্ত্ব ও তার প্রয়োগ। 1945 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন।

প্রশান্তচন্দ্র মহলানবিশ পরিসংখ্যা চর্চার প্রথম কেন্দ্র অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের প্রচেষ্টায় 1931 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়। গবেষণার কাজে ভারতে তিনি প্রথম ISI- তে কম্পিউটার প্রয়োগ করেন। সম্মান লাভ : তাঁর গবেষণার স্বীকৃতি হিসেবে 1944 খ্রিস্টাব্দে তিনি অক্সফোর্ডের ওয়েলডন পদক পান। 1945 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। 1958-59 খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জের স্ট্যাটিস্টিক্যাল কমিশনের সভাপতি ছিলেন। 1968 খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধি প্রদান করেন।

মৃত্যু:- 1972 খ্রিস্টাব্দে 24 শে জুন ভারতের পরিসংখ্যান বিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহলানবিশ দেহত্যাগ করেন।