জীবনী- অধ্যাপক মেঘনাদ সাহা | Biography of Meghnad Saha

অধ্যাপক মেঘনাদ সাহা | Biography of Meghnad Saha

■ অধ্যাপক মেঘনাদ সাহা (Biography of Meghnad Saha-1893-1956)

জন্ম:- মেঘনাদ সাহা বর্তমান বাংলাদেশের ঢাকা শহর থেকে 45 কিলোমিটার দূরে শ্যাওড়াতলী গ্রামে 1893 খ্রিস্টাব্দের 6 ই অক্টোবর জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:- মেঘনাদ সাহা 1909 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পূর্ববঙ্গের সমস্ত ছাত্রদের মধ্যে প্রথম হন। 1911 খ্রিস্টাব্দে ঢাকা থেকে আইএসসি পরীক্ষায় তৃতীয় হন। এরপর তিনি কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে বিএসসি অনার্স ক্লাসে ভরতি হন। মেঘনাদ সাহা 1915 খ্রিস্টাব্দে এমএসসি পরীক্ষায় ফলিত গণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন।

কর্মজীবন ও আবিষ্কার:- 1918 খ্রিস্টাব্দে মেঘনাদ সাহার কর্মজীবন শুরু। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আহ্বানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরূপে যোগ দেন। 1919 খ্রিস্টাব্দে বিকিরণের চাপ সম্পর্কে গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি পান। মেঘনাদ সাহা যে গবেষণার জন্য বিশ্বখ্যাতি লাভ করেন তা হল তাপীয় আয়নন তত্ত্ব এবং নক্ষত্রের আবহমণ্ডলে তার প্রয়োগ। কিছুদিন পর বার্লিনে নার্নস্টের গবেষণাগারে গবেষণা করেন। দেশে ফিরে কিছুদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করেন। 1923 খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন।

সমাজসেবা:- 1951 খ্রিস্টাব্দে কলকাতায় ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যা তাঁর মৃত্যুর পর সাহা ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স নামে অভিহিত হয়।

সম্মানলাভ:- 1927 খ্রিস্টাব্দে তিনি রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত হন। 1934 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে মূল সভাপতির পদ গ্রহণ করেন। 1920 খ্রিস্টাব্দে তিনি আপেক্ষিক তত্ত্ব ও আলোর ভর নিয়ে গবেষণা করে ‘প্রেমচাঁদ রায়চাঁদ’ বৃত্তি লাভ করেন।

মৃত্যু:- 1956 খ্রিস্টাব্দে 16 ই ফ্রেব্রুয়ারি তার কর্মময় জীবনের অবসান ঘটে।