বাপ্পি লাহিড়ীর জীবনী | Biography of Bappi Lahiri

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Biography of Bappi Lahiri. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সুরকার বাপ্পি লাহিড়ীর জীবনী | Biography of Bappi Lahiri ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সুরকার বাপ্পি লাহিড়ীর জীবনী | Biography of Bappi Lahiri || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সুরকার বাপ্পি লাহিড়ীর জীবনী | Biography of Bappi Lahiri

বাংলা সংগীত জগতে নক্ষত্রের ন্যায় বিরাজমান অলোকেশ বাপ্পি লাহিড়ী যিনি হিন্দী চলচ্চিত্র শিল্প-সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে একজন পরিচিত ব্যক্তিত্ব। এছাড়াও, সঙ্গীত জগতে তিনি বাপ্পী-দা নামেও সমধিক পরিচিত। ১৯৮০’র দশকের চলচ্চিত্র বিশেষ করে ডিস্কো ড্যান্সার, নমক হালাল এবং শরাবী’র ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সঙ্গীত জগতে সমাদৃত হন।



বিশেষ তথ্যঃ-

▪️প্রকৃত নাম ➨ অলোকেশ লাহিড়ী

▪️পদবি ➨ ডিস্কো কিং , বাপ্পি দা

▪️জন্ম ➨ 27 নভেম্বর 1952

▪️মৃত্যু ➨ ১৫ ফেব্রুয়ারি ২০২২

▪️জন্ম স্থান ➨ জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

▪️পিতা➨ অপরেশ লাহিড়ী

▪️মা ➨ বাঁশরী লাহিড়ী

▪️স্ত্রী ➨ চিত্ৰানি লাহিড়ী

▪️সন্তান ➨ বাপ্পা লাহিড়ী, রেমা লাহিড়ী

▪️ধর্ম ➨ হিন্দু

▪️বাদ্যযন্ত্রসমূহ ➨ তবলা, পিয়ানো, ড্রামস, গিটার, ঢোল

❏ বাপি লাহিড়ীর সংগীত জীবনঃ-

বাপ্পী লাহিড়ি ১৯ বছর বয়সে মুম্বাইয়ে স্থানান্তরিত হন। ১৯৭৩ সালে হিন্দী ভাষায় নির্মিত নানহা শিকারী ছবিতে তিনি প্রথম গীত রচনা করেন। এরপর তাহির হুসেনের জখমী (১৯৭৫) চলচ্চিত্রেও কাজ করেন। তার পরের চলচ্চিত্র হিসেবে “চালতে চালতে” ছবিটির গানও দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। রবিকান্ত নাগাইচের সুরক্ষা ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পান। সংগীত শিল্পী কিশোর কুমার সম্পর্কে তার মামা ছিলেন।

মিঠুন চক্রবর্তী’র ডিস্কো নাচের চলচ্চিত্রগুলোতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৮০’র দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপ্পী লাহিড়ী একসাথে বেশ কিছু ভারতীয় ডিস্কো চলচ্চিত্রে কাজ করেন। এছাড়াও, তিনি দক্ষিণ ভারত থেকে পরিচালিত অনেক হিন্দী চলচ্চিত্রের গানে অংশ নিয়েছেন। সমগ্র ভারতবর্ষে তিনি নিজেকে ‘ডিস্কো কিং’ নামে পরিচিতি করেন।

আরও পড়ুনঃ- সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনী

বাপি লাহিড়ীর সংগীত পরিচালনাঃ-



বাপ্পী রচিত সঙ্গীতগুলো বেশ কয়েকটি চলচ্চিত্রে অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম, এক বার কহো (১৯৮০); সুরক্ষা; ওয়ারদাত; আরমান; চলতে চলতে; কমাণ্ডো; ইলজাম; পিয়ারা দুশমন; ডিস্কো ড্যান্সার; ড্যান্স ড্যান্স; ফিল্ম হি ফিল্ম; সাহেব; টারজান; কসম পয়দা করনে ওয়ালে কি; ওয়ান্টেড: ডেড অর এলাইভ; গুরু; জ্যোতি; নমক হালাল; শরাবী; এইতবার; জিন্দাগী এক জুয়া; হিম্মতওয়ালা; জাস্টিস চৌধুরী; নিপ্পু রাব্বা; রোদী ইন্সপেক্টর; সিমহাসনম; গ্যাং লিডার; রৌদী অল্লাদু; ব্রহ্মা; হাম তুমহারে হ্যায় সনম এবং জখমী।

পুরষ্কার সমূহঃ-

বাপ্পী লাহিড়ী শরাবি ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জিয়ানি জৈল সিং – এর “থানেদার” ছবিটিও 1990 সালে সেরা সঙ্গীত স্কোরের জন্য পুরস্কৃত হয়েছিল। এছাড়াও তিনি ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রের জন্য চায়না পুরস্কারে ভূষিত হন।

আরও পড়ুনঃ- লতা মঙ্গেশকরের জীবনী

বাপ্পি লাহিড়ীর সম্পদসমূহঃ

আমরা যদি বাপ্পি লাহিড়ীর মোট সম্পদের কথা বলি, তবে একটি রিপোর্ট অনুসারে, তার প্রায় 22 কোটি টাকার সম্পদ ছিল। মুম্বাইতে তার একটি বিলাসবহুল বাড়ি ছিল যার দাম প্রায় 3.5 কোটি টাকা। তিনি বিলাসবহুল গাড়ি এবং সোনার খুব পছন্দ করতেন। তার গলায় সবসময় ৭-৮টি সোনার চেইন থাকত। বাপ্পি দা ফিল্মের একটি গানের জন্য 8-10 লাখ রুপি এবং শোয়ের জন্য এক ঘন্টার জন্য 20-25 লাখ রুপি নিতেন।

জীবনাবসানঃ-

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুরকার বাপ্পি লাহিড়ী ২০২১ খ্রিস্টাব্দে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তার শরীর ভাল ছিল না। বেশ কিছুদিন তিনি মুম্বইয়ের জুহুতে সিটিকেয়ার হাসপাতালে ভরতি ছিলেন। ২০২২ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি ১১টা ৪৫ মিনিটে ৬৯ বৎসর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে পরলোক গমন করেন।  

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।