জীবনী- আচার্য প্রফুল্লচন্দ্র রায় | Biography of Acharya Prafulla Chandra Roy

আচার্য প্রফুল্লচন্দ্র রায় | Biography of Acharya Prafulla Chandra Roy

■ আচার্য প্রফুল্লচন্দ্র রায় (Biography of Acharya Prafulla Chandra Roy (1861–1944)

জন্ম:- আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 খ্রিস্টাব্দের 2রা আগস্ট বর্তমান বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত রাডুলি কাটিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:- জ্ঞানপিপাসু প্রফুল্লচন্দ্র অত্যন্ত আগ্রহের সঙ্গে ছোটবেলা থেকেই পড়াশুনা শুরু করেন। প্রথমে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভরতি হন। পরে অ্যালবার্ট স্কুলে ভরতি হন এবং সেখান থেকে 1879 খ্রিস্টাব্দে এনট্রান্স পরীক্ষা পাশ করেন। মেট্রোপলিটন কলেজে বিএ পড়ার সময়ই তিনি গিলক্রাইস্ট বৃত্তি লাভ করে বিলেত যাত্রা করেন। 1882 খ্রিস্টাব্দে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে তিনি বিএসসি পাশ করেন এবং পরে 1887 খ্রিস্টাব্দে ডিএসসি উপাধি লাভ করেন।

আচার্য প্রফুল্লচন্দ্র রায় কর্মজীবন ও আবিষ্কার:-

1888 খ্রিস্টাব্দে তিনি দেশে ফেরেন এবং 1889 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক নিযুক্ত হয়ে রসায়ন নিয়ে গবেষণায় ব্রতী হন। (এই সময় তিনি মারকিউরাস নাইট্রাইট (Mercurous Nitrite) নামে এক যৌগ আবিষ্কার করেন। তিনি সারা জীবন ধরে রসায়নের অনেক নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেন। 1915 খ্রিস্টাব্দে তিনি বিজ্ঞান কলেজে রসায়নশাস্ত্রের প্রধান অধ্যাপকরূপে কার্যভার গ্রহণ করেন। পরে তিনি ওই কলেজের অধ্যক্ষরূপেও কাজ করেন।

সম্মানলাভ:- ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিএসসি উপাধি লাভ করেন।

সমাজসেবা:- আচার্য প্রফুল্লচন্দ্র 1901 খ্রিস্টাব্দে কলকাতায় রাসায়নিক দ্রব্য ও ওষুধ তৈরির কারখানা ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড’ স্থাপন করেন। (1920 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হন।)

মৃত্যু:- এই স্বদেশপ্রেমিক বিশ্ববরেণ্য বৈজ্ঞানিকের তিরোভাব ঘটে 1944 খ্রিস্টাব্দের 16ই জুন।