উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- জীববৈচিত্র্য | Biodiversity Questions Answers

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- জীববৈচিত্র্য | Biodiversity Questions Answers

  1. ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রীস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল?

উত্তর:- 1972 খ্রীস্টাব্দে

  1. পৃথিবীতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট চিহ্নিত করা হয়েছে?

উত্তর:- 34 টি

  1. বর্তমানে ভারতে মোট কয়টি জীবমণ্ডল সংরক্ষণ অল চিহ্নিত করা হয়েছে?

উত্তর:- 18টি

  1. সবচেয়ে বেশি পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ করা যায় কোন অলে?

উত্তর:- মেরু অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞলে, শুষ্ক অঞ্চলের তুলনায় আর্দ্র অঞ্চলে এবং উচ্চ অলের তুলনায় নিম্ন অঞ্চলে

  1. বিশ্ব সংরক্ষণ উপদেষ্টা কেন্দ্রের (1992 সালে) গণনা অনুসারে পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা কত নির্ধারণ করা হয়েছে?

উত্তর:- 1.25 কোটি

  1. ভারতের একটি হটস্পট অঞলগুলির নাম লেখো।

উত্তর:- পশ্চিমঘাট পর্বত অঞল, হিমালয় অঞ্চল, ইন্দো-বার্মা অঞ্চল

  1. বর্তমানে ভারতে মোট কয়টি সংরক্ষণ অঞ্চল আছে?

উত্তর:- 605 টি

  1. বর্তমানে ভারতে মোট কটি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে?

উত্তর:- 515 টি

  1. বর্তমানে ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে?

উত্তর:- 90টি

  1. বর্তমানে ভারতে মোট কয়টি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল রয়েছে?

উত্তর:- 14টি

  1. ভারতে ঘোষিত প্রথম জাতীয় উদ্যানটি নাম লেখো?

উত্তর:- করবেট (উত্তরাঞ্চল)

  1. রামসার সম্মেলন কত খ্রীস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1971 খ্রীস্টাব্দে

  1. বসুন্ধরা সম্মেলন ব্রাজিলে কত খ্রীস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1992 খ্রীস্টাব্দে

  1. ভারতে অরণ্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়েছিল?

উত্তর:- 1980 সালে

  1. জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো।

উত্তর:- বায়ু, জল, মৃত্তিকা সম্পদকে সংরক্ষণ করে রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জৈব সম্পদের জোগান দেওয়া প্রভৃতি হলো জীববৈচিত্র্যের গুরুত্ব।

  1. পৃথিবীতে মোট কয়টি জীব ভৌগোলিক রাজ্য চিহ্নিত করা হয়েছে?

উত্তর:- আটটি।

  1. বাস্তৃতান্ত্রিক বৈচিত্র বলতে কি বোঝো?

উত্তর:- প্রকৃতিতে অবস্থিত বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্নতা লক্ষ করা যায়, তাকেই বলা হয়ে থাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।

  1. ইকোটোন বলতে কি বোঝো?

উত্তর:- পাশাপাশি অবস্থান করা দু’টি বাস্তুতন্ত্রের মিলনস্থলকেই বলা হয়ে থাকে ইকোটন।

  1. পৃথিবীতে কয়টি মেগাবায়োডাভারসিটি অল চিহ্নিত করা হয়েছে?

উত্তর:- 19টি

  1. বিলুপ্ত ও বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো?

উত্তর:- যেসমস্ত প্রজাতির অস্তিত্ব বর্তমানে নেই তাদের বিলুপ্ত প্রজাতি এবং যেসমস্ত প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের বিপন্ন প্রজাতি বলা হয়ে থাকে।

  1. পলিপ্লয়ডি বলতে কি বোঝো?

উত্তর:- একটি নির্দিষ্ট প্রজাতির জিনপুল পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির সৃষ্টি করার পদ্ধতিকেই বলা হয়ে থাকে পলিপ্লয়ডি।

  1. পৃথিবীর মোট কটি দেশে মেগাবায়োডাভারসিটি জোন লক্ষ করা যায়?

উত্তর:- 200টি দেশের মধ্যে 17টি দেশে।

  1. প্রজাতির বিলুপ্তির সম্ভাব্য কারণ লেখো।

উত্তর:- প্রজাতির বিলুপ্তির সম্ভাব্য কারণ গুলি হলো ভৌগোলিক বিস্তার সংকীর্ণ হলে, জীবসংখ্যা খুবই কম হলে, দেহের আকৃতি বিশাল মাপের হলে, নিম্ন জন্মহার এবং বিভিন্ন জিনগত বৈচিত্র্য ইত্যাদি কারণে প্রজাতির বিলুপ্তি হয়।

  1. সংকটপূর্ণ, বিপন্ন, বিপদপ্রবণ প্রজাতি বলতে কি বোঝো?

উত্তর:- যেসব প্রজাতির জীবসংখ্যা 50% -এর বেশি বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে তাদের সংকটপূর্ণ প্রজাতি, যেসব প্রজাতির জীবসংখ্যা 20% -এর বেশি বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে তাদের বিপন্ন প্রজাতি এবং যেসব প্রজাতির জীবসংখ্যা 10% -এর বেশি বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে, তাদের বিপদপ্রবণ প্রজাতি বলে চিহ্নিত করা হয়।

  1. কত সালে মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল?

উত্তর:- 1971 সালে (UNESCO)।

  1. পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটির নাম লেখো?

উত্তর:- ইংল্যান্ডের কিউ -এ অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স হলো পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
 

  1. বাস্তুতন্ত্র বলতে কি বোঝো?

উত্তর:- কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবসম্প্রদায় ও সেই ওই অঞ্চলের অজীবজাত উপাদানগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ায় উদ্ভুত উপাদানসমুহের বিনিময় ঘটে, তাকে বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে।

  1. গামা বৈচিত্র্য বলতে কি বোঝো?

উত্তর:- যেকোনো বৃহৎ আয়তনের ভৌগোলিক অঞলের মধ্যে পরিবেশ, প্রাকৃতিক বাসভূমি এবং গোষ্ঠীগত বিভিন্নতার কারণে উদ্ভূত জীববৈচিত্র্যকে বলা হয়ে থাকে গামা বৈচিত্র্য।

  1. আলফা বৈচিত্র্য বলতে কি বোঝো?

উত্তর:- কোন একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর মধ্যে অবস্থিত প্রজাতির সংখ্যাকে বলা হয়ে থাকে আলফা বৈচিত্র্য।

  1. বিটা বৈচিত্র্য বলতে কি বোঝো?

উত্তর:- আন্তঃপ্রাকৃতিক বাসভূমি বা আন্তঃগোষ্ঠী জীববৈচিত্র্যকে বলা হয়ে থাকে বিটা বৈচিত্র্য।

  1. ক্লাড বলতে বলতে কি বোঝো?

উত্তর:- প্রকৃতির মধ্যে বসবাসকারী নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর সমস্ত বংশধরকে একত্রে ক্লাড বলা হয়ে থাকে।

  1. ইন-ভিট্রো সংরক্ষণ বলতে কি বোঝো?

উত্তর:- অতিশীতল সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রজাতির সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয়ে থাকে ইন-ভিট্রো সংরক্ষণ।

  1. প্রজাতিভবন বলতে কি বোঝো?

উত্তর:- যে প্রক্রিয়ার দ্বারা একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে প্রজাতিভবন বলে।

  1. ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক লক্ষ করার কারণ উল্লেখ করো?

উত্তর:- ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ করার কারণ হলো- স্থিতিশীল জলবায়ু, প্রাচীন জীবগোষ্ঠী, উষ্ণ-আর্দ্র জলবায়ু, উচ্চ সংকরায়ণের হার, পর্যাপ্ত পরিমানে সূর্যালোক, প্রজাতির একত্র সহাবস্থান ইত্যাদি।

  1. জৈবিক হটস্পট বলতে কি বোঝো?

উত্তর:- যেসমস্ত প্রাকৃতিক পরিবেশে বেশি সংখ্যায় প্রজাতি অবলুপ্তির পথে এবং সংকটাপন্ন অবস্থায়, সেইসব বাসস্থানকে বলা হয় জৈবিক হটস্পট।