জীব বৈচিত্র্যের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, গুরুত্ব | Biodiversity Definition Classification Importance
■ নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবদের মধ্যে প্রজাতিভেদে, স্থানভেদে, বাস্তুতন্ত্রভেদে, জীব সম্প্রদায়ভেদে ও জিন ভেদে যে বৈচিত্র্য গড়ে ওঠে তাকে জীব বৈচিত্র্য বলে।
■ জীব বৈচিত্র্যের শ্রেণিবিভাগ (Classification of Biodiversity):-
তিন ধরনের জীববৈচিত্র্য দেখা যায়:- যেমন-
● (i) জিনগত জীববৈচিত্র্য
● (ii) প্ৰজাতিগত বৈচিত্র্য ভারতে
● (iii) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
■ জীববৈচিত্র্য সংরক্ষণ আইন সমূহ (Biodiversity conservation laws):-
● (i) দ্যা ওয়াইল্ড লাইফ (প্রোটেকশন) অ্যাক্ট— 1972
● (ii) দ্যা ফরেস্ট (কনজারভেশন) অ্যাক্ট— 1980
● (iii) দ্যা এনভায়রনমেন্ট (প্রোটেকশন) অ্যাক্ট – 1986
● (iv) বায়োলজিক্যাল ডাইভারসিটি বিল – 2002
■ জীব বৈচিত্র্য বিনাশের কারণ (Causes of biodiversity loss):-
●(i) আবাসস্থল বা হ্যাবিটেট এর ক্রমবর্ধমান সংকোচন।
● (ii) বিদেশ থেকে আগত প্রজাতির প্রভাব।
● (iii) নির্বিচারে বন্যপ্রাণী নিধন।
● (iv) অত্যধিকহারে উদ্ভিদ প্রজাতির আহরণ।
● (v) বর্তমানে মানুষের দ্বারা বিভিন্ন ধরনের দূষণ।
■ জীব বৈচিত্র্যের গুরুত্ব (Importance of Biodiversity):-
● (i) জীব বৈচিত্র্যের জন্যই মানুষ তার চাহিদা মেটাতে সক্ষম।
● (ii) প্রত্যেক জীবের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষকে দিতে হবে।
● (iii) পরিবেশকে রক্ষা করে মানুষের অস্তিত্ব রক্ষার্থে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা।
■ প্রজাতির সংজ্ঞা ও প্রকারভেদ (Definition and types of species):-
■ প্রজাতি:- একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত জীব, যারা বংশগতভাবে এক এবং স্বাভাবিক মিলনে প্রজননক্ষম শাবকের জন্ম দেয় তাদের প্রজাতি বলে।
■ বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতি:- যে সব প্রাণীর অচিরেই লুপ্ত হওয়ার সম্ভাবনা, তাদের বিপন্ন হওয়ার কারণ যদি সমান মাত্রায় বজায় থাকে এবং তাদের পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তবে সেই ধরনের প্রাণীদের বিপন্ন বা বিলুপ্ত প্রজাতি বলে।
■ বিরল প্রজাতি:- যে প্রজাতির প্রাণীর সংখ্যা অত্যন্ত কম যাদের অস্তিত্ব এখনও বিপন্ন হয়নি, কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা প্রবল তাদের বিরল প্রজাতি বলে।
■ লুপ্ত প্রজাতি:- যে সব প্রজাতি জীবদের একটিও গত 50 বছরে দেখা যায়নি বা চিহ্নিত করা হয়নি তাদের লুপ্ত প্রজাতি বলে।
■ ভারতের বিলুপ্তপ্রায় জীব বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণী:- রয়েল বেঙ্গল টাইগার, ভারতীয় সিংহ, হাতি, কস্তুরী মৃগ, বন্য গাধা, গাঙ্গেয় শুশুক, ডোরাকাটা হায়না, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার, সোনালি লেঙ্গুর, স্নথ বিয়ার, চিতল, ভারতীয় বাইসন, শজারু, প্যাড্রোলিন প্রভৃতি।
■ বিলুপ্তপ্রায় সরীসৃপ:- মোহনা অঞ্চলের কুমীর, ঘড়িয়াল, গঙ্গার নরম খোলযুক্ত কচ্ছপ, ময়াল প্রভৃতি।
■ বিলুপ্তপ্রায় পাখি:- গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, কালো গ্রীবাযুক্ত সারস, বাজপাখি, ময়ূর, সামুদ্রিক ঈগল, শকুন ইত্যাদি।
■ বিলুপ্তপ্রায় উদ্ভিদ:- সুন্দরী গরান, সূর্যশিশির, কলসপত্রী, কালমেঘ, সর্পগন্ধা, চন্দন, জারুল, সাইকাস ইত্যাদি।
■ বিলুপ্ত প্রাণী:- এশিয়াটিক চিতা, মাউন্টেন কোয়েল, গোলাপি মাথাওয়ালা হাঁস। বর্তমানে ভারতে 72 টি জাতীয় উদ্যান ও 500 টি অভয়ারণ্য আছে।