রাজ্যে গ্রুপ A, B, C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Bhava Atomic Research Centre Recruitment 2023
রাজ্যে গ্রুপ এ, বি, সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে (Bhava Atomic Research Centre Recruitment 2023)। অফিসার, অ্যাসিটেন্ট জেনারেল, ম্যানেজার, টেকনিশিয়ান সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা:- ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (Bhava Atomic Research Centre Recruitment 2023) তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:- অফিসার, অ্যাসিটেন্ট জেনারেল, ম্যানেজার, টেকনিশিয়ান সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা:- 4370 টি
শূন্যপদের বিভাজন:-
পদের নাম- টেকনিক্যাল অফিসার
মোট শূন্যপদ – 181
বয়সসীমা – 18-35 বছর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:- গ্র্যাজুয়েশন পাশ।
মাসিক বেতন – মাসিক গড় বেতন 56,100/- টাকা।
পদের নাম- সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – 07
বয়সসীমা – 18-30 বছর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাশ।
মাসিক বেতন- মাসিক গড় বেতন 35,400/- টাকা।
পদের নাম- টেকনিশিয়ান
শূন্যপদ – 24
বয়সসীমা – 18-25 বছর বয়স হতে হবে।
আরও পড়ুন:-
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
মাধ্যমিক পাশে বিএসএফে হেড কন্সটেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
স্নাতক পাশে Indbank -এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
দ্বাদশ শ্রেণি পাসে সাউদার্ন রেলওয়ের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
শিক্ষাগত যোগ্যতা- এসএসসি পাশ।
মাসিক বেতন- মাসিক গড় বেতন 21,700/- টাকা।
ট্রেনিং স্কীম:- এর অধীনে দুই ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হবে।
ক্যাটাগরি – I
শূন্যপদ – 1216
বয়সসীমা – 19-24 বছর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ডিপ্লোমা করে থাকতে হবে।
মাসিক বেতন- মাসিক বেতন বা স্টাইপেন্ড পাবেন প্রথম বছর 24,000/- টাকা। পরের বছরের জন্য 26,000/- টাকা।
ক্যাটাগরি – II
শূন্যপদ – 2946
বয়সসীমা – 18-22 বছর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এসএসসি পাশ।
মাসিক বেতন- মাসিক বেতন বা স্টাইপেন্ড পাবেন প্রথম বছর 20,000/- টাকা। পরের বছরের জন্য 22,000/- টাকা।
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:- 22/05/2023 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:- https://barconlineexam.com/
অফিসিয়াল নোটিফিকেশন:- https://drive.google.com/file/d/1JSeivPbYBDGLYuJSSKd7guriH661VB7j/view?usp=drivesdk