উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর গল্প- “ভারতবর্ষ” | Bharatbarsha Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর গল্প- “ভারতবর্ষ” | Bharatbarsha Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর গল্প- “ভারতবর্ষ” | Bharatbarsha Questions Answers

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর গল্প- “ভারতবর্ষ” | Bharatbarsha Questions Answers

■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান ১ ]

  1. থুথ্থুরে ভিখিরি বুড়ির গায়ে কী জড়ানো ছিল?

(ক) তুলোর কম্বল জড়ানো ছিল (খ) ছেড়া কাপড় জড়ানো ছিল (গ) নোংরা চাদর জড়ানো ছিল (ঘ) দামি শাল জড়ানো ছিল।

উত্তর:- (ক) তুলোর কম্বল জড়ানো ছিল।

  1. “জোর কথা কাটাকাটি চলে” – চায়ের দোকানে এর জন্য কী হয়েছিল?

(ক) চা বিক্রি বেড়ে গিয়েছিল (খ) ঝগড়া হয়েছিল (গ) সময় কাটছিল (ঘ) বিরক্তি লাগছিল

উত্তর:- (ক) চা বিক্রি বেড়ে গিয়েছিল

  1. “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।” দৃশ্যটি কী ছিল?

(ক) হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছিল (খ) হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছিল (গ) বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছিল (ঘ) মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছিল

উত্তর:- (ঘ) মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছিল

  1. ডাকপুরুষের বচন অনুযায়ী সোমবারের পউষে বাদল কতদিন ধরে চলে?

(ক) সাত দিন ধরে চলে (খ) পাঁচ দিন ধরে চলে (গ) তিন দিন ধরে চলে (ঘ) এক দিন ধরে চলে

উত্তর:- (ঘ) এক দিন ধরে চলে

  1. বুড়িকে নদীতে ফেলে দিতে কে পরামর্শ দিয়েছিল?

(ক) চৌকিদার পরামর্শ দিয়েছিল (খ) জগা পরামর্শ দিয়েছিল (গ) ভটচাযমশাই পরামর্শ দিয়েছিল (ঘ) মোল্লা পরামর্শ দিয়েছিল

উত্তর:- (ক) চৌকিদার পরামর্শ দিয়েছিল

  1. “চোখের মাথা খেয়েছিস মিনষেরা”- এই উক্তিটি কার ছিল?

(ক) মোল্লার উক্তি ছিল (খ)ভট্টাচার্যমশায়ের উক্তি ছিল (গ) বুড়ির উক্তি ছিল (ঘ) নাপিতের উক্তি ছিল

উত্তর:- (গ) বুড়ির উক্তি ছিল

  1. “তোমাদের কত্তাবাবা টাট্ট” – কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছিল?

(ক) মুসলমানদের উদ্দেশ্য করে (খ) হিন্দুদের উদ্দেশ্য করে (গ) যুবকদের উদ্দেশ্য করে (ঘ) দেশের উদ্দেশ্য করে

উত্তর:- (গ) যুবকদের উদ্দেশ্য করে

  1. “মাথার ওপর আর কোনো শালা নেই রে— কেউ নেই”- গল্পে এই কথাটি কে বলেছিল?

(ক) গ্রামের কোনো যুবক চাষি বলেছিল (খ) গ্রামের মোড়লেরা বলেছিল (গ) এক ভবঘুরে বলেছিল (ঘ) গ্রামের এক গণমান্য চাষি বলেছিল

উত্তর:- (ক) গ্রামের কোনো যুবক চাষি বলেছিল

  1. “আমি স্বকর্ণে শুনেছি, বুড়ি লা ইলাহা বলেছে।” এই কথাটি কে বলেছিল?

(ক) করিম ফরাজি বলেছিল (খ) মোল্লা সাহেব বলেছিল (গ) ফজলু শেখ বলেছিল (ঘ) মৌলবি সাহেব বলেছিল

উত্তর:- (গ) ফজলু শেখ বলেছিল

  1. “যবন নিধনে অবতীর্ণ হও মা!” গল্পে একথা কে বলেছিল?

(ক) ভট্টাচার্যৰ্মশাই বলেছিল (খ) গাঁয়ের দারোগা বলেছিল (গ) নিবারণ বাগদি বলেছিল (ঘ) গাঁয়ের পুলিশ বলেছিল

উত্তর:- (ক) ভট্টাচার্যৰ্মশাই বলেছিল

  1. “বুড়িমা! তুমি মরনি!” গল্পে এই কথাটি বক্তা কে?

(ক) চৌকিদার একথা বলেছিল (খ) গাঁয়ের দারোগা একথা বলেছিল (গ) নিবারণ বাগদি একথা বলেছিল (ঘ) গাঁয়ের পুলিশ একথা বলেছিল

উত্তর:- (ক) চৌকিদার

  1. গল্পে এ বারের বাদলা কী বারে লেগেছিল?

(ক) সোমবারে লেগেছিল (খ) মঙ্গলবারে লেগেছিল (গ) বুধবারে লেগেছিল (ঘ) শনিবারে লেগেছিল

উত্তর:- (খ) মঙ্গলবারে লেগেছিল

  1. “পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে”– কী গড়ে উঠেছে?

(ক) একটি মিষ্টির দোকান গড়ে উঠেছে (খ) একটি ছোট্ট বাজার গড়ে উঠেছে (গ) একটি শনিমন্দির গড়ে উঠেছে (ঘ) একটি চায়ের দোকান গড়ে উঠেছে

উত্তর:- (খ) একটি ছোট্ট বাজার

  1. “তোর শতগুষ্টি মরুক”- গল্পে উক্তিটি কার ছিল?

(ক) জগার উক্তি ছিল (খ) মোল্লার উক্তি ছিল (গ) নকড়ির উক্তি ছিল (ঘ) বুড়ির উক্তি ছিল

উত্তর:- (ঘ) বুড়ির উক্তি ছিল

  1. “এক সময় দাগি ডাকাত ছিল”– এখানে কার কথা বলা হয়েছে?

(ক) ফজলু শেখের কথা (খ) নিবারণ বাগদির কথা (গ) করিম ফরাজির কথা (ঘ) নকড়ি নাপিতের কথা

উত্তর:- (খ) নিবারণ বাগদির কথা

  1. বুড়িকে ‘হরিবোল বলতে স্পষ্ট শুনেছে– কে শুনেছে?

(ক) নিবারণ বাগদি শুনেছে (খ) নকড়ি নাপিত শুনেছে (গ) ভটচামশাই শুনেছে (ঘ) ফজলু শেখ শুনেছে

উত্তর:- (খ) নকড়ি নাপিত শুনেছে।

■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:: [মান- ১]

  1. “বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কী বলা হয়?

উত্তর:- বৃষ্টিপাতের সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাপি বলা হয়।

  1. পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরনো ‘বচন’ টি কী ছিল?

উত্তর:- পউষে বাদলা সম্পর্কে ‘ডাকপুরুষ’-এর পুরনো বচন হলো- শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন— বাকি সব দিন এক দিন করে বৃষ্টি হবে।

  1. “নিবারণ বাগদি রাগী লোক”– নিবারণ বাগদি লোকটি আগে কী করত?

উত্তর:- নিবারণ বাগদি একসময় একজন জন দাগি ডাকাত ছিল, সে ডাকাতি করত।

  1. “সেটাই সবাইকে অবাক করেছিল”— কোন ঘটনাটি সবাইকে অবাক করে দিয়েছিল?

উত্তর:- থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি ওই দুর্যোগের দিনে কীভাবে বেঁচেবর্তে পায়ে হেঁটে চায়ের দোকানে আসতে পারে, সেটাই সবাইকে অবাক করেছিল।

  1. গল্পে নাপিত নকড়ি বুড়িকে কী বলতে শুনেছিল ?

উত্তর:- গল্পে নাপিত নকড়ি বুড়িকে ‘হরিবোল হরিবোল’ বলতে শুনেছিল।

  1. চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা কীসের জন্যে প্রতীক্ষা করছিল?

উত্তর:- চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা রোদ ঝলমল একটা দিনের জন্যে প্রতীক্ষা করছিল।

  1. “তর্কাতর্কি, উত্তেজনা হল্লা চলতে থাকল।” কী নিয়ে, কাদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা ও হল্লা চলছিল?

উত্তর:- সমাজসচেতন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পে একটি চেতনাহীন বৃদ্ধা হিন্দু না মুসলমান এই বিষয়টিকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানদের মধ্যে একটি তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলছিল।

  1. “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”— গল্পে সেই অদ্ভুত দৃশ্যটি কী ছিল?

উত্তর:- সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকেই চ্যাংদোলায় বহন করে নিয়ে আসছে।

  1. “বোঝা গেল, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে” বুড়ির কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে?

উত্তর:- গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতার কথাই এখানে বলা হয়েছে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।