Best Geography Book For WBCS In Bengali || ভূগোলের প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Best Geography Book For WBCS In Bengali || ভূগোলের প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Best Geography Book For WBCS In Bengali || ভূগোলের প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Best Geography Book For WBCS In Bengali || ভূগোলের প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Best Geography Book For WBCS In Bengali || ভূগোলের প্রশ্নোত্তর

১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম? 

উত্তর:- লুনী ও মাহি।

২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? 

উত্তর:- সিকিম।

৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত?

উত্তর:- ভানুগালু ( তুরষ্ক) ।

৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়? 

উত্তর:- নীলগিরি পার্বত্য অঞ্চলে।

৫. রামেশ্বর মন্দির কোন  রাজ্যে অবস্থিত? 

উত্তর:- তামিলনাডু।

৬. খাদার কী? 

উত্তর:- নবীন পলিমাটি।

৭. ভাঙ্গার কী ? 

উত্তর:- প্রাচীন পলিমাটি।

৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়? 

উত্তর:- জেমু হিমবাহ।

৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি? 

উত্তর:- ব্যবচ্ছিন্ন।

১০. কোন মেঘে বৃষ্টি হয়? 



উত্তর:- নিম্বাস।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায়  মহাকুমা নেই? 

উত্তর:- কলকাতা।

১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়? 

উত্তর:- অয়ন বায়ু।

১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়? 

উত্তর:- স্ট্র্যাটোকিউমুলাস।

১৪. টাইফুন কোথায় দেখা যায়? 

উত্তর:- চিন ও জাপান উপকুলে।

১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়? 

উত্তর:- পশ্চিম ভারতে।

১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়? 

উত্তর:- ভারত ও বাংলাদেশ।

১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়? 

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি? 

উত্তর:- চিল্কা।

১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত? 

উত্তর:- মনিপুরে।

২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত? 

উত্তর:- রাজস্থান।

২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত? 

উত্তর:- জম্বু ও কাশ্মীর।

২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? 

উত্তর:- তামিলনাডু।

২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? 

উত্তর:- ডাল।

২৪. পূর্ব রেল পথের সদর কোথায়? 

উত্তর:- কলকাতা।

২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? 

উত্তর:- পাললিক শিলায়।

২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে? 

উত্তর:- ধ্রিয়ান।

২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম? 

উত্তর:- ইন্দিরা পয়েন্ট।

২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে? 

উত্তর:- এিপুরা।

২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে? 

উত্তর:- সুবর্ণরেখা।

৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়? 

উত্তর:- গির অরণ্যে।(Gujarat)

৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত? 

উত্তর:- হিমাচল প্রদেশ।

৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে? 

উত্তর:- সিকিম।

৩৩. কালিকটের পরিবর্তিত নাম? 

উত্তর:- কোঝিকোড়।

৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত? 

উত্তর:- ডেকানট্র্যাপ।

৩৫. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম? 

উত্তর:- নকরেক।

৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ? 

উত্তর:- মহেন্দ্রগিরি।

৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে? 

উত্তর:- সাসার।

৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 

উত্তর:- কলসুবাই।

৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী? 

উত্তর:- পূর্না।

৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ  সমুদ্র সৈকত কোন রাজ্য আছে? 

উত্তর:- মহারাষ্ট্রে।

৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলার্ধের দিন- রাত্রি সমান হয়? 

উত্তর:- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম? 

উত্তর:- আরাবল্লী।

৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র? 

উত্তর:- ছত্তিশগড়ের ভিলাই।

৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? 

উত্তর:- গুজরাট।

৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম?

উত্তর:- হিরাকুঁদ।

৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ? 

উত্তর:- মাজুলি দ্বীপ।

৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? 

উত্তর:- সান্দাকফু।

৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম? 

উত্তর:- ময়ুরাক্ষী।

৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার? 

উত্তর:- জামনগর।

৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল? 

উত্তর:- লাক্ষাদ্বীপ।

৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত?



উত্তর:- Kunchikol

  1. বায়ুমণ্ডল কাকে বলে?

উওরঃ- ভুপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বলে বায়ুমণ্ডল।

  1. বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী?

উওরঃ- বায়ুমণ্ডল হল গ্যাসীয় ও অ-গ্যাসীয় পদার্থের যৌগিক মিশ্রণ।

গ্যাসীয় উপাদানগুলি হল- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ও বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, যেমন- হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন প্রভৃতি।

অ-গ্যাসীয় উপাদানগুলি হল- জলীয় বাষ্প, ধূলিকণা, লবণকণা ও অতিক্ষুদ্র জৈবকণা।

  1. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?

উওরঃ- ৭৮.০৮৪ ভাগ।

  1. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ অক্সিজেন থাকে?

উওরঃ- ২০.৯৪৬ ভাগ।

  1. বায়ুমণ্ডলে শতকরা কতভাগ কার্বন ডাই অক্সাইড থাকে?

উওরঃ- ০.০৩ শতাংশ।

  1. বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন থাকে?

উওরঃ- ০.৯৩ শতাংশ।

  1. বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কী?

উওরঃ- নাইট্রোজেন।

  1. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কী?

উওরঃ- ট্রপোপজ।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়?

উওরঃ- ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে।

  1. ক্ষুব্ধমণ্ডল কাকে বলে?

উওরঃ- ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭ কিমি উচ্চতা পর্যন্ত অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। ফলে এই অঞ্চলে ঝড়-ঝঞ্ঝা-বৃষ্টিপাত ইত্যাদি দেখা যায়। এই অঞ্চলকে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বলে।

  1. এরোসল কী?

উওরঃ- এরোসল হল ক্ষুদ্রাকৃতি কঠিন কণা (সিলিকেট কণা, লবণ কণা প্রভৃতি) যাকে কেন্দ্র করে জলবিন্দুর সৃষ্টি হয়।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়?

উওরঃ- ট্রপোস্ফিয়ারে।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরকে, কেন শান্তমণ্ডল বলে?

উওরঃ- স্ট্র্যাটোস্ফিয়ার-কে। এই স্তরে আবহাওয়া শান্ত থাকার জন্য এই স্তরকে শান্তমণ্ডল বলে।

  1. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী ভাগে ভাগ করা যায়?

উওরঃ- দুই ভাগে। হোমোস্ফিয়ার ও হেটরোস্ফিয়ার।

  1. ট্রপোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী?

উওরঃ- স্ট্র্যাটোস্ফিয়ার।

  1. ওজোন গ্যাসের স্তর কোথায় দেখতে পাওয়া যায়?

উওরঃ- স্ট্রাটোস্ফিয়ার–এ।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায়?

উওরঃ- আয়নোস্ফিয়ার-এ।

  1. স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী?

উওরঃ- মেসোস্ফিয়ার।

  1. মেসোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী?

উওরঃ- থার্মোস্ফিয়ার।

  1. মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কতদূর পর্যন্ত বিস্তৃত?

উওরঃ- ৬-৮ কিমি।

  1. গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলের অপর একটি উল্লেখযোগ্য উপাদানের নাম কর।

উওরঃ- ধূলিকণা।

  1. বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম কী?

উওরঃ- এক্সোস্ফিয়ার।

  1. বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত?

উওরঃ- ওপরের দিকে প্রায় ১০,০০০ কিমি।

  1. কে কবে প্রথম কোথায় ওজোন ছিদ্র আবিষ্কার করেন?

উওরঃ- ১৯৮৫ সালে জে. সি. ফারমেন ও তার সহকর্মীরা, আন্টার্কটিকায়।

  1. ইন্সোলেশান বা সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে?

উওরঃ- পৃথিবীতে সকল শক্তির মূল উৎস সূর্য। সূর্য থেকে যে আলোক রশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে পৌঁছায় তাকে ইন্সোলেশান বা সূর্যরশ্মির তাপীয় ফল বলে।

  1. অ্যালবেডো কী?

উওরঃ- পৃথিবীতে আগত সূর্যরশ্মির পরিমাণকে ১০০ শতাং ধরা হয়। এর মধ্যা ৩৪ শতাংশ রশ্মি ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ৩৪ শতাংশ রশ্মিকে অ্যালবেডো বলে।

  1. পরিবহন কাকে বলে?

উওরঃ- কোনও অনুগুলির মধ্য দিয়ে খুব ধীর গতিতে তাপের যে সঞ্চালন ঘটে তাকে পরিবহন বলে।

  1. পরিচলন কাকে বলে?

উওরঃ- ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তরে বায়ু বেশি উষ্ণ হয়, ফলে প্রসারিত হয় এবং ঘনত্ব কমে যায়, যার দরুণ ঊর্ধ্বমুখে গমন করে। ফলে পার্শ্ববর্তী অঞ্চলের শীতল বায়ু ওই স্থান দখল করে এবং পুনরায় উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। বায়ুর এই উল্লম্ব প্রবাহকে পরিচলন বলে।

  1. অ্যাডভেকশন কী?

উওরঃ- উষ্ণ বায়ুর অনুভূমিক প্রবাহকে অ্যাডভেকশন বলে।

  1. কাকে, কেন Radiation Window বলে?

উওরঃ- বায়ুমণ্ডলের নিম্ন অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিমি উচ্চতা পর্যন্ত জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইডের আধিক্য থাকে। ফলে এই অংশে বিকিরণ কম হয়। তার চেয়ে অধিক উচ্চতায় সৌর বিকিরণ বৃদ্ধি পায়। এই কারণেই পর্বতগুলিকে Radiation Window বলে।

  1. রুদ্ধতাপ উত্তাপন প্রক্রিয়া কাকে বলে?

উওরঃ- ভূপৃষ্ঠে বায়ুচাপ সর্বোচ্চ, যতই উচ্চে ওঠা যায় বায়ুচাপ ততই হ্রাস পেতে থাকে। ফলে বায়ুর আয়তন বৃদ্ধি পায় এবং বায়ুর অণুগুলির মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় এবং Thermodynamics-4 –এর সূত্রানুসারে বায়ুটি ক্রমশ শীতল হয়। একে রুদ্ধ তাপ শীতলীকরণ প্রক্রিয়া বলে। অপরপক্ষে বায়ু যখন নীচে নেমে আসে তখন তাপমাত্রা ওই একই কারণে বৃদ্ধি পায় যাকে ‘রুদ্ধতাপ উত্তাপন প্রক্রিয়া (adiabatic heating) বলে।

  1. তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কী?

উওরঃ- ক্যালোরিমিটার।

  1. তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কী?

উওরঃ- থার্মোমিটার।

  1. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কাকে বলে?

উওরঃ- বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার অঞ্চলে প্রতি ১ কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ৬.৪oC হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে।

  1. বৈপরীত্য তাপমাত্রা বলতে কী বোঝ?

উওরঃ- সাধারণভাবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। তবে কখনও কখনও উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধিও পেতে দেখা যায়। একেই ঋণাত্মক উষ্ণতা হ্রাসের হার বা বৈপরীত্য উষ্ণতা বলে।

  1. তাপীয় নিয়ন্ত্রক কাকে বলে?

উওরঃ- সমুদ্রস্রোত উষ্ণতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একে উষ্ণতা নিয়ন্ত্রক বলা হয়।

  1. স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?

উওরঃ- প্রকৃতিতে স্বাভাবিকভাবে (মানুষের সাহায্য ছাড়া) যে উদ্ভিদ বেড়ে ওঠে তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে।

  1. সমোষ্ণরেখা কাকে বলে?

উওরঃ- ভূ-পৃষ্ঠের সম উষ্ণতাযুক্ত স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে সমোষ্ণরেখা বলে।

  1. গ্রিনহাউস কী?

উওরঃ- শীত প্রধান দেশে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে সেখানে এক প্রকার কাঁচের ঘর নির্মাণ করে চারা গাছ রাখা হয়, এই ঘরকে গ্রিনহাউস বলা হয়।

  1. গ্রিনহাউস এফেক্ট কাকে বলে?

উওরঃ- শীত প্রধান দেশে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে সেখানে এক প্রকার কাঁচের ঘর নির্মাণ করে চারা গাছ রাখা হয়, এই ঘরকে গ্রিনহাউস বলা হয়। এই ঘরের বিশেষত্ব এই যে সূর্য রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে কাঁচের ঘরে প্রবেশ করে ওই ঘরকে উত্তপ্ত করে। কিন্তু প্রতিফলির রশ্মি দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট রশ্মিতে পরিণত হয়ে কাঁচের আবরণ ভেদ করে ওই ঘরের বাইরে যেতে পারে না, ফলে পুনঃপ্রতিফলনের দরুণ ওই ঘরটি উত্তপ্ত হওয়ায়, ঘরের ভিতরের উদ্ভিদ সবুজ (green) থাকে। এই ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলা হয়।

  1. গ্রিনহাউস গ্যাস কোনগুলি?

উওরঃ- পৃথিবীতে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড। এছাড়াও কার্বন মনোক্সাইড, মিথেন, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন (CFC) প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ।

  1. El Nino শব্দের অর্থ কী?

উওরঃ- শিশু খ্রীষ্ট।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।