বাংলা ব্যাকরণ ও নির্মিতি | Bengali Questions Answers | Part-14

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Bengali Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি | Bengali Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা ব্যাকরণ ও নির্মিতি | Bengali Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা ব্যাকরণ ও নির্মিতি | Bengali Questions Answers

  1. চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?

উত্তরঃ- ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

  1. চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন?

উত্তরঃ- ১২ বছর

  1. চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে?

উত্তরঃ- ভারতচন্দ্র রায় গুনাকর।

  1. চৈতন্যচরিতামৃত কার লেখা?

উত্তরঃ- কৃষ্ণদাস কবিরাজ

  1. চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল?

উত্তরঃ- বিশ্বম্ভর, নিমাই

  1. চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন।

উত্তরঃ- নবদ্বীপ, পুরী

  1. চৈতন্যদেবের জীবনকাল লিখুন।

উত্তরঃ- ১৪৮৬-১৫৩৩

  1. চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন?

উত্তরঃ- চৈতন্যচরিতামৃত

  1. ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান?

উত্তরঃ- নাটকীয়তা।

  1. জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে?

উত্তরঃ- মার্টিন লুথার

  1. টপ্পা গানের জনক কে?

উত্তরঃ- নিধুবাবু (রামনিধি গুপ্ত)।

  1. টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?

উত্তরঃ- আশ্চর্য চর্যাচয়।

  1. সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?

উত্তরঃ- চর্যাপদ

  1. সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ?

উত্তরঃ- কাহ্নপা-১৩ টি।

  1. সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?

উত্তরঃ- সাড়ে ছেচল্লিশটি।

  1. ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?

উত্তরঃ- ১৯২৬ সালে।

  1. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

উত্তরঃ- নীল দর্পন।

  1. তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য?

উত্তরঃ- সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ, ইউসুফ-জোলেখা

  1. দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?

উত্তরঃ- পদ্যরূপে

  1. দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে?

উত্তরঃ- মঙ্গলকাব্য

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।