Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Bengali Literature of Arakan Raj Sabha. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আরাকান রাজসভার বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর | Bengali Literature of Arakan Raj Sabha।
আরাকান রাজসভার বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর | Bengali Literature of Arakan Raj Sabha
1. আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উউল্লিখিত করা যায় ?
উওর:- রোসাং বা রোসাঙ্গ নামে।
2. আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম গুলি লেখো?
উওর:- দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।
- 3. কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেছিলেন ?
উওর:- ফতেহাবাদের জালালপুরে।
4. মাগন ঠাকুরের পরিচয় দাও?
উওর:- রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
5. “নসীহত নামা” একটি কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছিলেন ?
উওর:- মরদন রচিত কাব্যগ্রন্থ।
6. “পদ্মাবতী’’ একটি কোন জাতীয় রচনা?
উওর:- ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
7. কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন?
উওর:- চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
8. আলাওলের অন্যান্য রচনার নাম গুলি লেখো।
উওর:- তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।
9. কার আদেশে দৌলত কাজী সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেছিলেন ?
উওর:- শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের।
10. ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকে রচিত হয়েছিল ?
উওর:- সপ্তদশ শতাব্দী।
11. সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত হয়েছিল ?
উওর:- হিন্দী কবি সাধন এর মৈনাসত’।
12. “পদ্মাবতী’’ কাব্যটি কে রচনা করেন ?
উওর:- মহাকবি আলাওল।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।