আরাকান রাজসভার বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর | Bengali Literature of Arakan Raj Sabha

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Bengali Literature of Arakan Raj Sabha. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আরাকান রাজসভার বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর | Bengali Literature of Arakan Raj Sabha

Ajjkal



আরাকান রাজসভার বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর | Bengali Literature of Arakan Raj Sabha

1. আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উউল্লিখিত করা যায় ?  
উওর:- রোসাং বা রোসাঙ্গ নামে।

2. আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম গুলি লেখো?    

উওর:- দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।

  1. 3. কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেছিলেন ?

উওর:- ফতেহাবাদের জালালপুরে।



4. মাগন ঠাকুরের পরিচয় দাও?  
উওর:- রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।

5. “নসীহত নামা” একটি কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছিলেন ?    

উওর:- মরদন রচিত কাব্যগ্রন্থ।

6. “পদ্মাবতী’’ একটি কোন জাতীয় রচনা?  
উওর:- ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।

7. কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন?    

উওর:- চিতোরের রানী পদ্মীনির কাহিনী।

8. আলাওলের অন্যান্য রচনার নাম গুলি লেখো।  
উওর:- তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।

9. কার আদেশে দৌলত কাজী সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেছিলেন ?    

উওর:- শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের।

10. ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকে রচিত হয়েছিল ?    

উওর:- সপ্তদশ শতাব্দী।

11. সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত হয়েছিল ?    

উওর:- হিন্দী কবি সাধন এর মৈনাসত’।

12. “পদ্মাবতী’’ কাব্যটি কে রচনা করেন ?    

উওর:- মহাকবি আলাওল।







Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।