200+ বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর || Bengali literature Important questions and answers || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bengali literature Important questions and answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর || Bengali literature Important questions and answers || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর || Bengali literature Important questions and answers || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর || Bengali literature Important questions and answers || pdf

১. মরীচিকা কার লেখা?

উত্তর :-যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

২. ‘হিন্দুমেলার উপহার’কোথায় পাঠ করা হয়?

উত্তর :- ১৮৭৫ খ্রিস্টাব্দে হিন্দু মেলায়।

৩.  রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতাটি  কোন কাব্য থেকে নেওয়া ?

উত্তর :- পত্রপুট।

৪. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কী,কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?

উত্তর :- মুক্তি।  ১৯২০ খৃষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পত্রিকায়।

৫. ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’কবিতাটি কোন কাব্যের?

উত্তর :- প্রভাত সঙ্গীত।

৬. মর্মবানী কার রচনা?

উত্তর :- বুদ্ধদেব বসু।

৭.  রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্যে বলুন।

উত্তর :- শেষ লেখা ও ছড়া।

৮. স্মরগরল কার লেখা?

উত্তর :- মোহিত লাল মজুমদার



Also Read:-

  WBCS Exam Syllabus in Bengali :- Click Here

◾  350+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর pdf – Click Here

  History MCQ for WBCS in Bengali:- Click Here

◾   250+ WBCS General Knowledge in Bengali:- Click Here

  WBCS পরীক্ষার বছর ভিত্তিক ভূগোল প্রশ্নোত্তর:- Click Here

◾   WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উওর:- Click Here

◾   General knowledge for WBCS:- Click Here

◾   বিগত বছরের WBCS পরীক্ষার ইতিহাস প্রশ্নোত্তর:- Click Here

◾   বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর – Click Here

◾   ব্যাকরণ জিকে সমাধান – Click Here

◾   Bengali Grammer MCQ pdf – Click Here

৯. ‘মানসী’ কাব্যের কতগুলো কবিতাকে রবীন্দ্রনাথ তাঁর ‘সঞ্চয়িতা’ য় স্থান দিয়েছেন?

উত্তর :- ২০ টি কবিতা কে।

১০. স্বপন পসারী কাকে উৎসর্গ করেন?

উত্তর :- স্ত্রীকে।

১১. রবীন্দ্রনাথ ঠাকুর এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?

উত্তর :- সভ্যতার সংকট প্রবন্ধ (১৯৪১)।

১২. মরুকবি নামে কে পরিচিত ছিলেন?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

১৩. চামার খায় আম কার ছদ্মনাম নাম?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

১৪. বিপ্রতীপ গুপ্ত কার ছদ্মনাম?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

১৫. রবীন্দ্রনাথ ‘মানসী’ কাব্য কাকে উৎসর্গ করেন?

উত্তর :- মৃণালিনী দেবী।

১৬. গদ্য কবিতার সূচনা রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে?

উত্তর :- পুনশ্চ।

১৭. যতীন্দ্রনাথ সেনগুপ্ত কে রবীন্দ্রযুগের প্রথম বিদ্রোহী কবি কে বলেছেন ?

উত্তর :- নারায়ণ গঙ্গোপাধ্যায়।

১৮. গীতাঞ্জলির ইংরেজী অনুবাদের পান্ডুলিপি রবীন্দ্রনাথ প্রথম কাকে দেখান?

উত্তর :- উইলিয়াম রোদেনস্টাইনকে।

১৯. ‘প্রভাত সঙ্গীত’ কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ?

উত্তর :- ইন্দিরা দেবী কে।

২০. ‘হাসু’ কার রচনা?

উত্তর :- জসীমউদ্দিনের রচনা।

২১. ‘মরুমায়া’ কার লেখা ?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

২২. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর :-‘শেষ লেখা’ (১৯৪১)।

২৩. ‘রসকদম্ব’-কার রচনা?

উত্তর :- কালিদাস রায়।

২৪. স্ত্রীর মৃত্যতে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন ?

উত্তর : স্মরণ কাব্য।

২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পূর্বে প্রকাশিত শেষকাব্য কোনটি?

উত্তর :- ‘জন্মদিনে’।

২৬. ‘ঐকতান’ রবীন্দ্রনাথের কোন কবিতা ?

উত্তর :-‘জন্মদিনে’।

২৭. গতিরাগের কাব্য বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে?

উত্তর :- ‘বলাকা’।

২৮. ‘সোনার তরী’-কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর :- সাধনা পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায়।।

২৯.  মোহিতলাল কোন কবিতার মধ্য দিয়ে শঙ্করাচার্যের দর্শনকে ধিক্কার জানান?

উত্তর :- মোহমুদগার।

৩০. রবীন্দ্রনাথ কাকে চিত্ররূপময়তার কবি বলেছেন ?

উত্তর :- জীবনানন্দ দাশের।

 ৩১. মুক্তক  ছন্দে রচিত কাব্য কোনটি?

উত্তর :-‘বলাকা’।

৩২. ‘গীতাঞ্জলী’ র গদ্য ইংরেজি অনুবাদের নাম কি?

উত্তর :- Song offerings.

৩৩. সত্যেন্দ্রনাথ দত্তের ‘চম্পা’ কবিতার ইংরেজি অনুবাদ করেন কে?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৪. গীতঞ্জলির ভুমিকা কে লেখেন ?

উত্তর :- ইয়েটস।

৩৫. সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ মুলক কাব্যের নাম বল।

উত্তর :- নিষ্ঠুরা সুন্দরী,তীর্থরেণু,তীর্থসলীল,মণিমঞ্জুষা প্রভৃতি।

৩৬. মোহিতলালের ছদ্মনাম কি?

উত্তর :- সত্যসুন্দর দাস।

৩৭. যতীন্দ্রনাথ সেনগুপ্ত পেশায় কি ছিলেন?

উত্তর :- ইঞ্জিনিয়ার।

৩৮. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা কটি?

উত্তর :- ৬ টা কাব্য।

৩৯. মহা ভারতী কাব্য টি কার লেখা?

উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।

৪০. জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর :- নকশী কাঁথার মাঠ।

৪১. Song offerings রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- উইলিয়াম রোদেনস্টাইনকে।

৪২. যতীন্দ্রনাথের স্বনির্বাচিত কাব্য সংকলন কোনটি?

উত্তর :-‘অনুপূর্বা’।

৪৩. যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কি?

উত্তর :- বিপ্রতীপ গুপ্ত।

৪৪. ‘Song offerings’ -এ কটি কবিতা আছে?

উত্তর :- ১৫৩ টি। 

৪৫. লেখা কার রচনা?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

৪৬. ‘সোজন বাদিয়ার ঘাট’ কার লেখা?

উত্তর :- জসীমউদ্দিনের লেখা।

৪৭. মোহিত লাল মজুমদারের প্রথম কাব্যের নাম কী ?

উত্তর :- ‘দেবেন্দ্র মঙ্গল’।



৪৮. নজরুল ইসলামের কোন কোন গ্রন্থ ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল?

উত্তর :- যুগবাণী,প্রলয়শিখা,বিষের বাঁশী।

৪৯. কচি ডাবের কবি কে?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায় এই শিরোনামে একটা প্রবন্ধ লেখেন।

৫০. বলাকা কাব্য টি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করে?

উত্তর :- উইলি পিয়ারসনকে।

৫২. আবোল তাবোল কার রচনা?

উত্তর :- সুকুমার রায়।

৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে কে ভূষিত করেন?

উত্তর :- গান্ধীজী।

৫৪. ক্ষুদ কুঁড়া কাব্য টি কার?

উত্তর :- কালিদাস রায়।

৫৫.  ‘হেমন্ত গোধূলি’ কার লেখা ?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

৫৬. ‘উৎসর্গ’ কাব্যের কবি কে?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর কে।

৫৭. জসীমউদ্দিনের কোন কাব্য রুশভাষায় অনূদিত হয়?

উত্তর :- ‘মাটির কান্না’।

৫৮. ‘মরীচিকা’ কাব্য টি কবি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।

৫৯. কিশলয় কার রচনা?

উত্তর :- কালিদাস রায়।

৬০. ‘বিদায় আরতি’-কার রচনা?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

৬১. বুদ্ধদেব বসুর শেষ কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর :- মরচে পড়া পেরেকের গান।

৬২. দেবেন্দ্র মঙ্গল কার রচনা?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

৬৩.  ‘কনিকা’-কাকে উৎসর্গ করেন?

উত্তর :- প্রমথনাথ রায়চৌধুরী।

৬৭. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর : ‘ঝরা পালক’।

৬৭. ‘চক্র বাক’-কার লেখা কাব্য ?

উত্তর :- কাজী নজরুল ইসলাম।

৬৮. নীহারিকা কার কাব্য?

উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।

৬৯.  ‘নদী’ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- বরেন্দ্র নাথ ঠাকুরকে ।

৭০. ঝরা ফুল কাব্য টি কার?

উত্তর :- করুনানিধান ব্যন্দ্যপাধায়।

৭১. শতদল কার রচনা?

উত্তর :- করুনানিধান ব্যন্দ্যপাধায়।

৭২. বাণী,কল্যানী কার রচনা?

উত্তর :- রজনী কান্ত সেন।

৭৩. রবীন্দ্রনাথ কাকে বিজয়া নাম দেন ?

উত্তর :- ভিক্টোরিয়া ওকাম্পো।

৭৪. রূপবতী কাব্য টি কার?

উত্তর :- জসীমউদ্দিনের।

৭৫. তারাশংকরের প্রথম প্রকাশিত গ্রন্থ কবিতার বই কোনটি?

উত্তর :- ত্রিপত্র।

৭৬. সোনার তরীতে কয়টি কবিতা আছে ?

উত্তর :- ১৪৫ টি।

৭৭. নজরুলের বিষের বাঁশি কাব্যের পূর্ব নাম কী ছিল?

উত্তর :- অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড।

৭৮. স্মরলগরল কাব্যটি কে,কাকে উৎসর্গ করেন?

উত্তর :- মোহিত লাল মজুমদার,সুশীল কুমার দেকে ।

৭৯. ‘সেঁজুতি’ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- নীলরতন সরকার কে।

৮০. ‘প্রেম বলে কিছু নাই…… চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই’-কোন কবির কোন কাব্যের পংক্তি এটি?

উত্তর :- পংক্তিটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ‘মরীচিকা’ কাব্যের।

৮১. কালিদাস রায় কোন কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান?

উত্তর :- পুর্নাহুতি ।

৮২. ‘হসন্তিকা’ কাব্য টি কার?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

৮৩. নজরুলের বিখ্যাত ‘মুক্তি’ কবিতার পূর্ব নাম কী ছিল?

উত্তর :- ক্ষমা।         

৮৪. নজরুল অগ্নিবীণা কাব্য টি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- বারীন্দ্রকুমার ঘোষ কে।

৮৫. ‘চয়নিকা’-কার কী জাতীয় গ্রন্থ?

উত্তর :- রবীন্দ্রনাথ। কবিতা সংকলন।

৮৬. কুসুমের মাস কার লেখা?

উত্তর :- অজিত দত্ত।

৮৭. রবীন্দ্রনথের প্রথম লেখা কাব্য কি ?

উত্তর :- ‘বনফুল’।

৮৮. ধান দূর্ব্বা কাব্য টি কার?

উত্তর :- করুণানিধান বন্দ্যোপাধ্যায়।

৮৯. ধানক্ষেত রচনা কার?

উত্তর :- জসীমউদ্দিনের।

৯০. ‘আরোগ্য’ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সুরেন্দ্র নাথ ঠাকুর।

৯১. ‘কড়ি ও কোমল’ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সত্যেন্দ্রনাথ ঠাকুর।

৯২. অপারিজত  কার লেখা?

উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।

৯৩. রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্য গ্রন্থ কোনটি?

উত্তর :- ‘কবি কাহিনী’।

৯৪. ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : কল্লোল পত্রিকা।

৯৫. রবীন্দ্রকাব্যের মূল সুর কি?

উত্তর :- আনন্দবাদ। জগৎ সুন্দর।

৯৬. রবীন্দ্রনাথের স্বনামে প্রকাশিত প্রথম কবিতা কোনটি?

উত্তর :- হিন্দু মেলার উপহার।

৯৭. আষাঢ়ে কার রচনা?

উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়।

৯৮. রেণু কার রচনা?

উত্তর :- প্রিয়ংবদা দেবী।

৯৯.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে অনুবিশ্ব বলা হয়?

উত্তর :- মানসী।

১০০. অশীতিপর শর্মা কোন কবির ছদ্মনাম ?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১০১. কাজি নজরুল ইসলাম সম্পাদিত দুটি পত্রিকার নাম বলুন।

উত্তর :- ধূমকেতু,লাঙল।

১০২. রবীন্দ্রনাথের উর্বশী কবিতাটির প্যারোডি কে কী নামে রচনা করেন ?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত। সর্বশী নামে।

১০৩. নজরুল চিত্তরঞ্জন দাশ কে তাঁর কোন কাব্য টি উৎসর্গ করেন?

উত্তর :- ‘চিত্ত নামা’।

১০৪. ‘কাব্যসঞ্চয়ন’ কার কবিতা সংকলন?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১০৫. ‘নাগকেশর’- কার রচনা?

উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।

১০৬. ‘বনতুলসী’ কার রচনা?

উত্তর :- কুমুদরঞ্জন মল্লিক।

১০৭. হাসির গান কাব্য টি কার?

উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়।

১০৮. জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতাটি কোন কাব্যের কবিতা?

উত্তর :- মহাপৃথিবী।

১০৯. রূপসী বাংলা কাব্যটি কে প্রকাশ করে ?

উত্তর :-অশোকানন্দ দাশ।

১১০. ‘আকাশ প্রদীপ’ কাব্য টি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সুধীন্দ্রনাথ দত্ত।



Also Read:-

◾  মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উওর – Click Here

◾  HS Physics Questions Answers in Bengali – Click Here

◾  মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর – Click Here

◾  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর – Click Here

◾  মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর – Click Here

◾  পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf – Click Here

◾  মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর – Click Here

◾  মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ টীকা – Click Here

◾  মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর – Click Here

◾  পরিবেশবিদ্যা যাবতীয় প্রশ্নোত্তর pdf – Click Here

◾  মাধ্যমিক অংক সূত্রাবলী pdf – Click Here

◾  HS math solution pdf – Click Here

 Madhamik physics suggestions-2022-23 – Click Here

◾  মাধ্যমিক বিজ্ঞান প্রশ্ন ও উওর – Click Here

◾  300+ মাধ্যামিক ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf – Click Here

◾  350+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর pdf – Click Here

◾  100+ ভূগোল প্রশ্নোত্তর pdf – Click Here

1. বিদ্যাসাগর কস্যচিত উপযুক্ত ‘ভাইপোস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছিলেন?

উত্তর:- অতি অল্প হইল (১৮৭৩),আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৪)।

2. মধুসূদন দত্ত ‘Timothy Pen Poem ছদ্মনামে কী লিখেছিলেন?

উত্তর:- A Vision of the past captive Ladie.

3. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী?

উত্তর:- অমিত্রাক্ষর ছন্দ

4. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কী?

উত্তর:- এই ছন্দের অনুসৃত ছন্দের নাম গৈরিশ ছন্দ,মুক্তক ছন্দ।

5. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী?

উত্তর:- The Indigo Planting Mirror.

6. কে এই ইংরাজী অনুবাদ করেছিলেন?

উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।

7. বিদ্যাপতি কার সভাকবি ছিলেন?

উত্তর:- মিথিলার রাজা শিবসিংহের।

8. কার অনুরোধে কাজী নজরুল ইসলাম ‘কাণ্ডারী হুঁশিয়ারি’ লিখেছিলেন?

উত্তর:- নেতাজী সুভাষচন্দ্র বোসের।

9. কোন দেশে সনেটের উৎপত্তি হয়?

উত্তর:- ইতালী।

10. বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।

11. সত্যজিৎ রায়ের তিনকন্যা’র তিনটি গল্পের নাম কী কী?

উত্তর:- পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি।

12. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন?

উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

13. যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী?

উত্তর:- নটী বিনোদিনী।

14. পেশাদারী মঞ্চে  সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী?

উত্তর:- কুলীন কুলসর্বস্ব।

15. ‘সন্দেশ’ এর সম্পাদক কে ছিলেন?

উত্তর:- সত্যজিৎ রায়।

16. বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন,তার নাম কী?

উত্তর:- কল্পনা।

17. বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়?

উত্তর:- কবি জীবনানন্দ দাশ।

18. বেদকে চারভাগে কে ভাগ করেন?

উত্তর:- মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।

19. নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন?

উত্তর:- একেলা।

20. ‘ফকির অব জঙ্গিরা’কাব্য কার লেখা?

উত্তর:- ডিরোজিও-এর।

21. ১৯৪৬ সালের নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয়?

উত্তর:- শ্রীকল্লোল।

22. আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে?

উত্তর:- খালিফা হারুন অল রশিদ।

23. বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’ কাদের বলা হয়?

উত্তর:- তারাশংকর,বিভূতিভূষণ ও মানিক।

24. রফিকুল ইসলাম’ কার ছদ্মনাম?

উত্তর:- উৎপল দত্ত।

25. শরৎচন্দ্রের ‘পথের দাবী’উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে?

উত্তর:- বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু।

26. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দী’ কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন?

উত্তর:- ‘প্রিজনার অব জেন্ডা।

27. ‘নবকুমার কবি’কার ছদ্মনাম?

উত্তর:- সত্যেন্দ্রনাথ ঠাকুর।

28. প্রতিটি বেদে কয়টি অংশ আছে?

উত্তর:- চারটি সংহিতা, ব্রাত্মণ, আরণ্যক, উপনিষদ।

29. ‘অবন্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- ইতালির রাষ্ট্রনায়ক মুসোলিনী।

30. ‘সেবক’ ছদ্মনামে বাংলার কোন নাট্যকার নাটক লিখেছেন?

উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ।

31. তেনজিং নোরগের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
উত্তর:- টাইগার অব দ্য স্নো।

32. ‘পেপারব্যাকে’ কোন সংস্থা প্রথম কম দামে বই প্রকাশ করেন?

উত্তর:- পেঙ্গুইন।

33. ‘জীবন বেদ’ কার আত্মজীবনীমূলক আলোচনা?

উত্তর:- কেশবচন্দ্র সেন।

34. প্রথম বাঙালি সাংবাদিক কে?

উত্তর:- গঙ্গাকিশোর ভট্টাচার্য্য।

35. জনা,প্রফুল্ল,বলিদান নাটকগুলির নাট্যকার কে?

উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ।

36. ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ কে করেন?

উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ।

37. শরৎচন্দ্রের কৈশোর লেখা প্রথম গল্প কোনটি?

উত্তর:- কাশীনাথ

38. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি?

উত্তর:- বাসুদেব চরিত’ (মুদ্রিত হয়নি)।

39. বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন?

উত্তর:- অনুষ্টুপ ছন্দে

40. স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারীন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন?

উত্তর:- ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, পত্রিকার নাম যুগান্তর।

41. ‘বারি কাহিনী’কার রচনা?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

42. জীবিত কালে তেমন কোন পুরস্কার পান নি এই সাহিত্যিক। মৃত্যুর পর তার একটি উপন্যাস পায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার কোন লেখক?

উত্তর:- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (উপন্যাস ইচ্ছামতী’)।

43. ‘পদি পিসির বর্মী বাক্স’ কার লেখা?

উত্তর:- লীলা মজুমদার।

44. কথা সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায় ‘জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য?

উত্তর:- ১৯৬৬ সালে গণদেবতা।

45. মুসোলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কবে ইতালী গিয়েছিলেন?

উত্তর:- ১৯২৬ সালে।

46. শরৎচন্দ্রের পিতামাতার নাম কী?

উত্তর:- মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমোহিনী দেবী।

47. শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়?

উত্তর:- হুগলি জেলার দেবানন্দপুরে।

48. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

উত্তর:- বড়দিদি,ভারতী পত্রিকায় প্রকাশিত হয় (১৯০৭)।

49. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয়?

উত্তর:- পথের দাবী।

50. ১৯২০ সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায়?

উত্তর:- দত্তা।

51. সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯২৩ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন?

উত্তর:- জগত্তারিনী সূবর্ণ পদক।

52. শরৎচন্দ্রের পল্লীসমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

উত্তর:-ভারতবর্ষ।

Also Read:-

◾   WBCS Exam Syllabus in Bengali :- Click Here

◾  350+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর pdf – Click Here

  History MCQ for WBCS in Bengali:- Click Here

◾   250+ WBCS General Knowledge in Bengali:- Click Here

  WBCS পরীক্ষার বছর ভিত্তিক ভূগোল প্রশ্নোত্তর:- Click Here

◾   WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উওর:- Click Here

  General knowledge for WBCS:- Click Here

◾   বিগত বছরের WBCS পরীক্ষার ইতিহাস প্রশ্নোত্তর:- Click Here

◾   বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর – Click Here

◾   ব্যাকরণ জিকে সমাধান – Click Here

  Bengali Grammer MCQ pdf – Click Here

Bengali literature Important questions and answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Bengali literature Important questions and answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here