Important questions and answers in Bengali literature (বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions and answers in Bengali literature . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in Bengali literature). নিচে  Bengali literature set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in Bengali literature) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in Bengali literature)

  1. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্গিমচন্দ্র
ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

  1. আধুনিক যুগের প্রথম কবি কে ?

ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. আলাওল
ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত

  1. কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?

ক. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার

উত্তর: ক. ২ বার

  1. ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আব্দুল কাদির

উত্তর: গ. কাজী নজরুল ইসলাম

  1. জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

ক. সোজন বাদিয়ার ঘাট
খ. বালুচর
গ. রাখালী
ঘ. নকশী কাঁথার মাঠ

উত্তর: ঘ. নকশী কাঁথার মাঠ

  1. ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?

ক. সৈয়দ মুজতবা
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. আবুল মনসুর আহমদ
ঘ. মাহবুবুল আলাম

উত্তর: গ. আবুল মনসুর আহমদ

  1. ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?

ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: খ. জীবনানন্দ দাশ

  1. ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?

ক. কাজী নজরুল ইসলাম
খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. বুদ্ধদেব বসু
ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তর: গ. বুদ্ধদেব বসু

  1. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আনিস চৌধুরী
খ. রাবেয়া খাতুন
গ. রিজিয়া খান
ঘ. নীলিমা ইব্রাহিম

উত্তর: ঘ. নীলিমা ইব্রাহিম

  1. মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?

ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রহমান সিদ্দিকী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ

উত্তর : ক. সৈয়দ আলী আহসান

  1. রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?

ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. মানসী
ঘ.পূরবী

উত্তর: খ. বলাকা

  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?

ক. নিমতা গ্রাম
খ. দেবানন্দ পুর
গ. গোধিয়া গ্রাম
ঘ. করিমগঞ্জ

উত্তর : খ. দেবানন্দ পুর

  1. ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব
খ. আনিস চৌধুরী
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. জহির রায়হান

উত্তর : গ. শহীদুল্লাহ কায়সার

  1. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?

ক. সুফিয়া কামাল
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রাহমান
ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা

উত্তর : ক. সুফিয়া কামাল

  1. ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. হুমায়ুন আজাদ
ঘ. শামসুর রাহমান

উত্তর : গ. হুমায়ুন আজাদ

  1. কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক রচিত ?

ক. আগুন পাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা

উত্তর: ক. আগুন পাখি

  1. কল্লোল যুগের কবি কে ছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রহমান
ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর : ক. কাজী নজরুল ইসলাম

  1. ‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?

ক. সুফিয়া কামাল
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. সতেন্দ্রনাথ দত্ত

উত্তর: ঘ. সতেন্দ্রনাথ দত্ত

  1. বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?

ক. আল মাহমুদ
খ. নির্মলেন্দু গুণ
গ. শহীদ কাদরী
ঘ. হেলাল হাফিজ

উত্তর: খ. নির্মলেন্দু গুণ

  1. বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস

উত্তর: গ. ছোটগল্প

  1. বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?

ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ

উত্তর: গ. রাজা প্রতাপাদিত্য চরিত

  1. কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

ক. পদাবলী
খ. রামায়ণ
গ. মহাভারত
ঘ. চর্যাপদ

উত্তর: ঘ. চর্যাপদ

  1. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
    ক. কাহ্নপা
    খ. লুইপা
    গ. সরহ পা
    ঘ. শবর পা
    উত্তর: খ. লুইপা
  2. চর্যাপদের ভাষা যে বাংলা – এটি প্রথম কে প্রমাণ করেন ?

ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তর: ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

  1. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?

ক. চর্যাপদাবলি
খ. চর্যাগীতিকা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

উত্তর: ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

  1. ১৯১৬ সালে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?

ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ
খ. বাংলা একাডেমি
গ. এশিয়াটিক সোসাইটি
ঘ. শ্রীরামপুর মিশন
ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ

উত্তর: ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ

  1. চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?

ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

উত্তর :গ. ৬টি

  1. ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?

ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত

উত্তর: ঘ. কানাহরি দত্ত

  1. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান /শ্রেষ্ঠ কবি কে?

ক. কানা হরিদত্ত
খ. শাহ মুহম্ম সগীর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর

উত্তর: গ. মুকুন্দরাম চক্রবর্তী

  1. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত

উত্তর: খ. ভারতচন্দ্র রায়গুণাকর

  1. মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?

ক. লোক সাহিত্য
খ. পুঁথি সাহিত্য
গ. বাংলা গীতিকা
ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান

উত্তর: ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান

  1. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. দৌলত কাজী
খ. সৈয়দ সুলতান
গ. আলাওল
ঘ. নাসির মাহমুদ

উত্তর: গ. আলাওল

  1. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?

ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি

উত্তর: গ. চণ্ডীদাস

  1. আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?

ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

  1. ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল

উত্তর: গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

  1. ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?

ক. ২৩টি
খ.১০টি
গ. ২৫টি
ঘ. ৩০টি

উত্তর: খ.১০টি

  1. সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?

ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ

উত্তর: খ. গৃহদাহ

  1. প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?

ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ

উত্তর: ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’

  1. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ুন আহমেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: ঘ. আলাউদ্দিন আল আজাদ

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here