বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর | Bengali language Questions Answers | Part-16

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Bengali language Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর | Bengali language Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর | Bengali language Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর | Bengali language Questions Answers

  1. বাংলা ভাষার উদ্ভব হয় কোন দশকে?

উত্তরঃ- খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

  1. বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা থেকে ?

উত্তরঃ- বৈদিক ভাষা।

  1. বাংলা ভাষার সঙ্গে সাদিশ্য পাওয়া যায় কোন ভাষার?

উত্তরঃ- মুন্ডা ভাষার।

  1. বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

উত্তরঃ- কুটিল লিপি।

  1. বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত।

  1. বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?

উত্তরঃ- প্রমথ চৌধুরী।

  1. বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি?

উত্তরঃ- চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।

  1. বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?

উত্তরঃ- কৃষ্ণকুমারী।

  1. বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে ছিলেন ?

উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।

  1. বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি কে ?

উত্তরঃ- বিহারীলাল চক্রবর্তী।

  1. বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?

উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।

  1. বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয় জন আছে ?

উত্তরঃ- তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস।

  1. বাংলা সাহিত্যের ইতিহাস প্রধানত কয়টি যুগে ভাগ করা?

উত্তরঃ- তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)

  1. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?

উত্তরঃ- প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল।

  1. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি?

উত্তরঃ- কৃষ্ণকুমারী

  1. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?

উত্তরঃ- চর্যাপদ।

  1. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি?

উত্তরঃ- মেঘনাদবধ কাব্য

  1. বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?

উত্তরঃ- ‘কথোপকথন’।

  1. বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?

উত্তরঃ- ১২০০-১৩৫০, অন্ধকারযুগ

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।