বাংলা ব্যকরণ প্রশ্ন | Bengali Grammer Questions Answers | Part-13

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Bengali Grammer Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা ব্যকরণ প্রশ্ন | Bengali Grammer Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা ব্যকরণ প্রশ্ন | Bengali Grammer Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা ব্যকরণ প্রশ্ন | Bengali Grammer Questions Answers

  1. চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে?

উত্তরঃ- ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

  1. চর্যাপদ রচনা করেন কারা ?

উত্তরঃ- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

  1. চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন?

উত্তরঃ- রবি ঠাকুর

  1. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?

উত্তরঃ- ডঃ প্রবোধচন্দ্র বাগচী।

  1. চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়?

উত্তরঃ- বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।

  1. চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?

উত্তরঃ- তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।

  1. চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?

উত্তরঃ- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।

  1. চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?

উত্তরঃ- চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।

  1. চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?

উত্তরঃ- সান্ধ্য/আলো আঁধারির ভাষা

  1. চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উত্তরঃ- অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।

  1. চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

উত্তরঃ- পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।

  1. চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?

উত্তরঃ- সাড়ে ছেচল্লিশটি

  1. চর্যাপদের মোট কবি কতজন?

উত্তরঃ- ২৪ জন

  1. চর্যাপদের রচনা কাল কত?

উত্তরঃ- সপ্তম -দ্বাদশ শতাব্দী।

  1. চর্যাপদের রচনাকাল?

উত্তরঃ- ৯৫০-১২০০

  1. চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?

উত্তরঃ- শবরীপা

  1. চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্যনাম কি?

উত্তরঃ- কৃষ্ণাচার্য

  1. চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি?

উত্তরঃ- দোহাকোষ ও ডাকার্ণব

  1. চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?

উত্তরঃ- ২৩ সংখ্যক পদ।

  1. চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?

উত্তরঃ- ১১ সংখ্যক পদ।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।