বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর (Bengali grammar questions answers) pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bengali grammar questions answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর (Bengali grammar questions answers) Pdf. নিচে বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর (Bengali grammar questions answers) set টি যত্নসহকারে পড়ুন। এই বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর (Bengali grammar questions answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর (Bengali grammar questions answers) pdf

কিছু নমুনাঃ-

১. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে?

উত্তরঃ- মাত্রা।

২. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে?

উত্তরঃ- ছয়টি।

৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

উত্তরঃ- কার/ সংক্ষিপ্ত স্বর।

৪. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে?

উত্তরঃ- ছয়টি।

৫. ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি?

উত্তরঃ- ‘ম’।

৬. অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী?

উত্তরঃ- ‘ও’।

৭. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না?

উত্তরঃ- ‘ৎ’।

৮. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?

উত্তরঃ- ‘প’ বর্গের।

৯. ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়?

উত্তরঃ- ঘ.

১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?

উত্তরঃ- দুটি।

১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?

উত্তরঃ- ২৫টি।

১২. অক্ষর কাকে বলে?

উত্তরঃ- কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।

১৩. বানান কাকে বলে?

উত্তরঃ- ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।

১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?

উত্তরঃ- ‘অ’।

১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায়?
উত্তরঃ- ফুসফুস।

১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?

উত্তরঃ- কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।

১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

উত্তরঃ- হ্+ম।

১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

উত্তরঃ- ঞ্+জ।

১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

উত্তরঃ- জ্+ঞ।

২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?

উত্তরঃ- দীর্ঘ।

২১. খণ্ড-‘ত’(ৎ)প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ?

উত্তরঃ- ‘ৎ’।

২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ।

উত্তরঃ- আওভান।

২৩. যৌগিক স্বরের অপর নাম কী?

উত্তরঃ- দ্বিস্বর / সান্ধ্যক্ষর।

২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

উত্তরঃ- ৭টি।

২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর।

উত্তরঃ- ক্ + ষ্ + ম।

২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে?

উত্তরঃ- অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।

২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে?

উত্তরঃ- কম্পোনজাত ধ্বনি।

২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে?

উত্তর : পার্শ্বিক ধ্বনি।

২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে?

উত্তর : শ, ষ, স, হ।

৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?

উত্তর : ঘোষ ধ্বনি।

৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?

উত্তর : আদিতে।

৩২. ‘নিনাদবর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়?

উত্তর : ঘোষ বর্ণ।

৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?

উত্তর : বিবৃত।

৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়?

উত্তর : ঐ, ঔ।

৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্যবিষয়?

উত্তর : ধ্বনিতত্ত্বে।

৩৬. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর : ড. মুহম্মদ আবদুল হাই।

৩৭. ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয়?

উত্তরঃ- তাড়নজাত।

৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি?

উত্তরঃ- ৩টি।

৩৯. Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে?

উত্তরঃ- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী?

উত্তরঃ- ধ্বনি।

৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

উত্তরঃ- ফলা।

৪২. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তরঃ- ১০টি।

বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর (Bengali grammar questions answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Bengali grammar questions answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

আরও পড়ুনঃ–

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here