বাংলা জিকে প্রস্তুতি (bengali gk post) Part-86

Dear Students,

Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি bengali gk post. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার বাংলা জিকে প্রস্তুতি (bengali gk post) প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা জিকে প্রস্তুতি (bengali gk post). নিচে questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

বাংলা জিকে প্রস্তুতি (bengali gk post):

  1. কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?

উঃ রাশিয়া।

  1. হেল্লাস কোন দেশের জাতীয় নাম?

উঃ গ্রিস।

  1. IAEA কত সালে নোবেল পুরস্কার পায়?

উঃ ২০০৫ সালে।

  1. জাতিসংঘে বাংলাদেশে চাদার হার কত?

উঃ ০.০১ শতাংশ।

  1. জ্যাকব জুমা কোন দেশের প্রেসিডেন্ট?

উঃ দক্ষিন আফ্রিকা।

  1. বন শহর কোন নদীর তীরে অবস্থিত?

উঃ রাইন।

  1. যুক্তরাস্ট্র ও মেক্সিকোর মধ্যে সিমান্তরেখা কি?

উঃ সনোরা লাইন।

  1. কেপভার্দের রাজধানীর নাম কি?

উঃ প্রেইরা।

  1. বারাক হোসেন ওবামা যুক্তরাস্ট্রের কোন রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন?

উঃ ইলিনয়।

  1. ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে কবে স্বাক্ষর করে?

উঃ ১৫ অক্টোবর ১৯৪৫।

  1. ভারতে লোকসভা নির্বাচনে রাস্ট্রপতি কর্তৃত নির্বাচিত আসন কয়টি?

উঃ ২টি।

  1. প্যারিস শান্তি চুক্ত হয় কোন কোন দেশের মধ্যে?

উঃ মার্কিন যুক্তরাস্ট্র ও ভিয়েতনাম ।

  1. IPCC এর পূর্ণরূপ কি?

উঃ Inter Governmental on Climate Change ।

  1. সম্প্রতি বিশ্বে ছরিয়েপড়া ভাইরাস জ্বর সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম কি?

উঃ H.N.

  1. কোপা(COPA) কোন দেশের বিমান সংস্থা?

উঃ পানাম।

  1. বিশ্বের প্রস্থতম নদীর নাম কি?

উঃ আমাজান।

  1. বিশ্বের দূর্নীতি বিরোধী দিবস কবে?

উঃ ৯ ডিসেম্বর।

-ঃআরও পড়ুনঃ-

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here