Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৮০৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৮০৫


Bengali GK Guide


✦ 1. ভারতের প্রথম নিউক্লিয় রিঅ্যাক্টর কোথায় স্থাপন করা হয় ? 
Ans : 1956 সালে 

✦ 2. কোন মৌলের সবথেকে বেশি আইসোটোপ আছে ? 
Ans : পোলোনিয়াম 

✦ 3. লেকল্যান্স কোশ দেখা যায় কোন ধরণের ব্যাটারিতে ? 
Ans : মুখ্য ব্যাটারি

✦ 4. শ্রী নারায়ণ গুরু কে কে ‘দ্বিতীয় বুদ্ধ’ বলে সম্মোধন করেন ? 
Ans : জি শঙ্কর কুরুপ

✦ 5. গান্ধীজিকে কে ‘অর্ধনগ্ন ফকির’ বলে সম্মোধন করেন ? 
Ans : উইনস্টন চার্চিল 

✦ 6. আগস্ট অফার কোন তারিখে ইস্যু করা হয় ? 
Ans : 8 আগস্ট, 1940

✦ 7. ‘ভারত ভারতীয়দের জন্য’ উক্তিটি কে করেছিলেন ? 
Ans : দয়ানন্দ সরস্বতী 

✦ 8. কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতী প্রথা নিষিদ্ধ করেছিলেন ? 
Ans : Albuquerque 

✦ 9. শ্রী নারায়ণ ধর্ম পরিপালা যোগাম (SNDP) কে তৈরি করেছিলেন ? 
Ans : নারায়ণ গুরু 

✦ 10. 1858 এর আইনে বোর্ড অফ কন্ট্রোল এন্ড দি কোর্ট অফ ডিরেক্টর এর ক্ষমতা কাকে হস্তান্তরিত করা হয়েছিল ? 
Ans : সেক্রেটারি অফ স্টেট


Leave a comment