Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৯০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৯০ 


Bengali GK Guide


⦿ 1. ক্রেবস চক্র ঘটে কোশের কোন অঙ্গানু তে ? 
Ans : মাইটোকন্ড্রিয়া

⦿ 2. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংঘটিত হয় কোশের কোন অঙ্গানু তে ? 
Ans : সাইটোপ্লাজমে

⦿ 3. ব্যাকটেরিয়ার যে অঙ্গানু তে শ্বসন ঘটে তার নাম হল – 
Ans : মেসোজোম

⦿ 4. থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয়, তার নাম হল – ? 
Ans : লোহা ও ক্রোমিয়াম

⦿ 5. রিংগেন খেলার উৎপত্তি স্থল কোন দেশ ?  
Ans : জার্মানি 

⦿ 6. হুইলচেয়ার রাগবি খেলার উৎপত্তি স্থল কোন দেশ ? 
Ans : কানাডা 

⦿ 7. ফায়ার ফাইটিং খেলার উৎপত্তি স্থল কোন দেশ ? 
Ans : রাশিয়া

⦿ 8. ‘কসেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি’ বইটির লেখক কে ? 
Ans : স্যার সৈয়দ আহমেদ খান 

⦿ 9. ‘প্রবলেমস অফ দ্য ইস্ট’ বইটির লেখক কে ? 
Ans : লর্ড কার্জন 

⦿ 10. ‘মাই ইন্ডিয়ান ইয়ার্স’ বইটির লেখক কে ? 
Ans : লর্ড হার্ডিঞ্জ


Leave a comment