Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৮২
❖ 1. বালখাস হ্রদ টি কোন দেশে অবস্থিত ?
Ans : কাজাখস্তান
❖ 2. পৃথিবীতে সমান আপতিত সূর্যকিরণ অঞ্চলগুলির সংযোগ রেখা কে কি বলে ?
Ans : সমকিরণ রেখা
❖ 3. শিবালিক পর্বশ্রেণীতে কোন ধরনের মৃত্তিকা বিরাজ করে ?
Ans : ভাবর
❖ 4. লাভা গঠিত ব্যাসল্ট শিলার আবহাবিকারের ফলে কোন মৃত্তিকা তৈরি হয়েছে ?
Ans : কৃষ্ণমৃত্তিকা
❖ 5. লবনাক্ত মৃত্তিকায় কোন কোন মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায় ?
Ans : সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম
❖ 6. ভারতে খারিফ শস্য বসানো হয় কোন মাসে ?
Ans : জুন-জুলাই
❖ 7. পাট, জোয়ার কি ধরণের শস্য ?
Ans : খারিফ শস্য
❖ 8. ভারতে গ্রীষ্মকালে যে সকল শস্য উৎপাদন করা হয় তাদের কি শস্য বলে ?
Ans : জাইদ শস্য
❖ 9. উদ্যান কৃষি কে কাজে লাগিয়ে ভারতে সবথেকে বেশি কিসের চাষ করা হয় ?
Ans : ফল ও শাকসবজি
❖ 10. তুলা, পশম এগুলো কোন ধরণের ফসলের মধ্যে পড়ে ?
Ans : অর্থকরী ফসল