Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৮৪
❏ 1. 1360 সালে পুরীর জগন্নাথ ও ক্যাংড়ায় জ্বালামুখী মন্দির কে ধ্বংস করেন ?
Ans : ফিরোজ শাহ
❏ 2. বেকারদের জন্য কে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন ?
Ans : ফিরোজ শাহ তুঘলক
❏ 3. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেন ?
Ans : দেবগিরি
❏ 4. গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম কি ছিল ?
Ans : গাজী মালিক
❏ 5. কোন শাসক দক্ষ গোয়েন্দা প্রথা প্রবর্তন করেছিলেন ?
Ans : আলাউদ্দিন খলজি
❏ 6. ‘সিকান্দার-ই-সানি’ উপাধি গ্রহণ করেন কোন শাসক ?
Ans : আলাউদ্দিন খলজি
❏ 7. কথাসরিতসাগর – কার রচনা ?
Ans : সোমদেব
❏ 8. জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় লেখা ?
Ans : সংস্কৃত
❏ 9. তাঞ্জরের রাজেশ্বর মন্দির কোন শিল্পনীতিতে প্রতিষ্ঠিত ?
Ans : দ্রাবিড়িয়
❏ 10. প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
Ans : মিহির ভোজ