Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭০ 


Bengali GK Guide

✪ 1. কোন ভারতীয় নৃত্যে মুঘল প্রভাব এর পরিমাণ অত্যন্ত বেশি ? 
Ans : কথ্থক 

✪ 2. বাঙালি লেখিকা যিনি সর্বপ্রথম ম্যাগসেসাই পুরস্কার পান ? 
Ans : মহাশ্বেতা দেবী 

✪ 3. মল্লিকার্জুন মনসুর যে ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন তা হলো ? 
Ans : শাস্ত্রীয় সংগীত 

✪ 4. কোন লিপিতে ডান দিক থেকে বাম দিকে লেখা হয় ? 
Ans : খারোষ্ঠী লিপি

✪ 5. ‘কবিতা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : বুদ্ধদেব বসু 

✪ 6. ‘সামথিং বিউটিফুল ফর গড’ উক্তিটির বক্তা কে ? 
Ans : মাদার টেরেজা 

✪ 7. বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি ? 
Ans : দুর্গেশনন্দিনী 

✪ 8. এশিয়ান গেমসের সূচনা হয় কোন সালে ? 
Ans : 1951 সালে 

✪ 9. বিশ্বকাপ ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা প্রথম শুরু হয় কোন সালে ? 
Ans : 1975 সালে 

✪ 10. বিশ্বকাপ ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার সূত্রপাত ঘটে কোন সালে ? 
Ans : 1930 সালে



Leave a comment