Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭১
➲ 1. ভেরাভেল বন্দর টি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : গুজরাট
➲ 2. কাকিনাড়া বন্দর টি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
➲ 3. গোপালপুর বন্দর টি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ওড়িশা
➲ 4. গুয়াম দ্বীপ টি কোন মহাসাগরে অবস্থিত ?
Ans : প্রশান্ত মহাসাগর
➲ 5. ক্যানারি দ্বীপ টি কোন মহাসাগরে অবস্থিত ?
Ans : আটলান্টিক মহাসাগর
➲ 6. মালাগাসি দ্বীপ টি কোন মহাসাগরে অবস্থিত ?
Ans : ভারত মহাসাগর
➲ 7. কার্গুয়েলেন দ্বীপ টি কোন মহাসাগরে অবস্থিত ?
Ans : ভারত মহাসাগর
➲ 8. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?
Ans : অস্ট্রেলিয়া
➲ 9. ভারতীয় সংবিধানের এক নাগরিকত্ব ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?
Ans : ব্রিটেন
➲ 10. ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?
Ans : আয়ারল্যান্ড