Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭২
➥ 1. উল্লেখযোগ্য নিদর্শন কন্যাকুমারী মন্দির কোথায় অবস্থিত ?
Ans : তামিলনাড়ু
➥ 2. উল্লেখযোগ্য নিদর্শন পদ্মনাভ মন্দির কোথায় অবস্থিত ?
Ans : তিরুবনন্তপুরম
➥ 3. উল্লেখযোগ্য নিদর্শন সোমনাথপুর মন্দির কোথায় অবস্থিত ?
Ans : মহীশুর
➥ 4. উল্লেখযোগ্য নিদর্শন পার্সি টাওয়ার কোথায় অবস্থিত ?
Ans : মুম্বাই
➥ 5. সালোকসংশ্লেষকারী প্রাণী হলো ?
Ans : ক্রাইসামিবা ও ইউগ্লিনা
➥ 6. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে ?
Ans : ক্লোরোপ্লাস্টের গ্রানা
➥ 7. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে ?
Ans : ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা
➥ 8. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় কোথায় ?
Ans : ক্লোরেল্লা সামুদ্রিক শৈবালে
➥ 9. উল্লেখযোগ্য নিদর্শন আনন্দ ভবন কোথায় অবস্থিত ?
Ans : এলাহাবাদ
➥10. উল্লেখযোগ্য নিদর্শন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ?
Ans : কোনারক, ওড়িশা