Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭৫
■ 1. কোন ইউরোপীয় ব্যক্তি প্রথম ‘ভাগবদগীতা’ ইংরেজি ভাষায় অনুবাদ করেন ?
Ans : চার্লস উইলকিল
■ 2. প্রশ্ন : ট্রপগ্রাফিক মানচিত্র নির্মাতা ‘Survey of India’ এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
Ans : দেরাদুন
■ 3. প্রশ্ন : চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত ?
Ans : প্রশান্ত মহাসাগর
■ 4. ‘প্যালেস অন হুইলস’ কোন রাজ্যের একটি বিশেষ সজ্জিত ট্রেন ?
Ans : রাজস্থান
■ 5. কোন রাষ্ট্রের সংবিধান বা আইন থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গৃহীত হয়েছে ?
Ans : আয়ারল্যান্ড
■ 6. প্রশ্ন : ভারতের প্রথম হস্তি পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে গড়ে উঠলো ?
Ans : কেরালা
■ 7. ভারতের কোন রাজ্যে সাঁচির বৌদ্ধ স্তুপ দেখতে পাই ?
Ans : মধ্যপ্রদেশ
■ 8. ‘ভারত রত্ন’ পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয় ?
Ans : 1954 সালে
■ 9. মোতি মসজিদ কার আমলে তৈরি হয় ?
Ans : জাহাঙ্গীর
■ 10. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় সম্পন্ন হয়েছিল ?
Ans : পাটলিপুত্র