Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭৭
✍ 1. কোন ব্যক্তিকে ভারতে সবুজ বিপ্লবের জনক কে ?
Ans : এম এস স্বামীনাথন
✍ 2. কোন সালে চন্দ্রায়ন – ১ লঞ্চ করা হয় ?
Ans : ২২ অক্টবর , ২০০৮
✍ 3. একটি কম্পিউটার চালাতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি ?
Ans : সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)
✍ 4. মহারাষ্ট্র এবং গুজরাট কবে তৈরী হয় ?
Ans : ১ মে , ১৯৬০
✍ 5. জয় জওয়ান জয় কিষান – স্লোগানটি কার ?
Ans : লাল বাহাদুর শাস্ত্রী
✍ 6. ১৯৭৭ সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans : মোরারাজি দেশাই
✍ 7. ১৯৭৭ থেকে ১৯৭৯ সময়ে ভারতের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans : B .D . Jatti
✍ 8.সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয় ?
Ans : ২৪ অক্টোবর , ১৯৪৫
✍ 9. ১৭৭০ সালে কোন ব্যাংক প্রতিষ্ঠা হয় ?
Ans : ব্যাংক অফ হিন্দুস্তান
✍ 10. TCP এর পুরো কথা কি ?
Ans : ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল