Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৬৪
■ 1. কোন ব্যক্তিত্ব অশোক কে বৌদ্ধ ধর্ম গ্রহণে অনুপ্রাণিত করেছিলেন ?
Ans : উপগুপ্ত
■ 2. কোন বৃহৎ আন্দোলনের অংশ ছিল গান্ধীজির লবন সত্যাগ্রহ ?
Ans : আইন অমান্য আন্দোলন
■ 3. মুঘলদের দরবারে সরকারি ভাষা হিসেবে কি ব্যবহৃত হতো ?
Ans : পার্সিয়ান
■ 4. কোন স্বাধীনতা সংগ্রামী নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন ?
Ans : সর্দার ভগৎ সিং
■ 5. বিদেশি পর্যটক ফা-হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন ?
Ans : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
■ 6. মদন মোহন মালব্য কে মহামান্য উপাধি কে প্রদান করেন ?
Ans : মহাত্মা গান্ধী
■ 7. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমলে ভারত স্বাধীনতা লাভ করে ?
Ans : ক্লিমেন্ট এটলি
■ 8. কোন তারিখে ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন মহাত্মা গান্ধী গ্রেফতার হন ?
Ans : 9 ই আগস্ট, 1942
■ 9. গুরু গোবিন্দ সিং কোন সালে খালসা পন্থ গঠন করেন ?
Ans : 1699
■ 10. এমন একটি উপন্যাস যা ভারতীয়দের মনে জাতীয়তাবাদের সূত্রপাত ঘটিয়েছিল ?
Ans : আনন্দমঠ