Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৬৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৬৫


Bengali GK Guide


▣ 1. ইন্টারন্যাশনাল এডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি এন্ড নিউ ম্যাটেরিয়ালস কোথায় অবস্থিত ? 
Ans : হায়দ্রাবাদ 

▣ 2. কোন প্রকৃতির মৃত্তিকা তুলা চাষের পক্ষে উপযুক্ত ? 
Ans : কৃষ্ণ মৃত্তিকা 

▣ 3. গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ছত্তিশগড়

▣ 4. দুধসাগর জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : গোয়া 

▣ 5. কোন নদী লাখনৌ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ? 
Ans : গোমতী

▣ 6. গঙ্গা নদী বাংলাদেশে কোন নদী নামে পরিচিত ? 
Ans : পদ্মা নদী 

▣ 7. টেলিস্কোপের মাধ্যমে প্রথম কোন গ্রহটি আবিষ্কৃত হয় ? 
Ans : ইউরেনাস 

▣ 8. ভারতের জিওগ্রাফিক্যাল কেন্দ্রের নিকটবর্তী শহর টি হলো ? 
Ans : নাগপুর 

▣ 9. কোন শহর কে কোচির যমজ শহর বলা হয় ? 
Ans : এরনাকুলাম 

▣ 10. দারিংবাদী হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ওড়িশা










Leave a comment