Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৬৬
★ 1. কোন মাউন্টেন পাস টি পাস অফ ব্লিজার্ডস নামে পরিচিত ?
Ans : যোজিলা পাস
★ 2. বন্দিপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
★ 3. ফ্রেন্ডশিপ হাইওয়ে এমন একটি সড়ক যা চীন কে _____ দেশের সাথে যুক্ত করেছে ?
Ans : নেপাল
★ 4. গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তিলাভ করে কোথায় পতিত হয়েছে ?
Ans : বঙ্গোপসাগর
★ 5. মুসি ও ভিমা কোন নদীর শাখানদী ?
Ans : কৃষ্ণা
★ 6. ভারত সরকার প্রথম কোন বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠা করেন ?
Ans : নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
★ 7. লিপু লেখ পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখন্ড
★ 8. নন্দাদেবী পর্বতশৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখন্ড
★ 9. বাগলিহার বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ans : চেনাব
★ 10. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে পতিতজমি অবস্থিত ?
Ans : রাজস্থান