Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৫৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৫৫ 


Bengali GK Guide


✍ 1. প্রথম কোন ভারতীয় কলিঙ্গ পুরস্কার পান ? 
Ans : জগজিৎ সিং

✍ 2. প্রথম কোন ভারতীয় অ্যাবেল পুরস্কার পান ? 
Ans : শ্রীনিবাস বর্ধন

✍ 3. দ্য গড অফ স্মল থিংস – বইটি কে লিখেছেন ? 
Ans : অরুন্ধতী রায় 

✍ 4. ইন আ ফ্রি স্টেট – বইটি কে লিখেছেন ? 
Ans : ভি এস নেইপল

✍ 5. ভারতীয় সংগীতজ্ঞ হিসেবে প্রথম ও সর্বাধিক (5 বার) গ্র্যামি পুরস্কার কে পান ? 
Ans : পন্ডিত রবিশঙ্কর 

✍ 6. জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য ক্ষেত্রে এশিয়া মহাদেশের সর্বোচ্চ সম্মান টি হলো ? 
Ans : রামন ম্যাগসেসাই পুরস্কার

✍ 7. প্রথম বাঙালি হিসেবে কে জ্ঞানপীঠ পুরষ্কার লাভ করেন ? 
Ans : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

✍ 8. রামকৃষ্ণ মিশন কোন সালে গান্ধী শান্তি পুরস্কার পায় ? 
Ans : 1998 

✍ 9. বি ডি গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? 
Ans : সাংবাদিকতায় উৎকর্ষ প্রদর্শন 

✍ 10. সি কে নাইডু পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? 
Ans : ক্রিকেট খেলায় পারদর্শিতা




Leave a comment