Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৬

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৬




❂ 1. ফিউজ তার কে মূল বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করা হয় ? 
Ans : শ্রেণি সমবায়ে 

❂ 2. বস্তুর ভর প্রযুক্ত বল ও ত্বরণ এর কোন সম্পর্ক দ্বারা সুচিত হয় ? 
Ans : প্রযুক্ত বল/ত্বরণ 

❂ 3. একটি দন্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় ? 
Ans : ওর মেরু দ্বয়ের মধ্যে দূরত্ব 

❂ 4. কম্পিউটারে মাল্টিমিডিয়া কোন ধরণের কাজের জন্য ব্যবহৃত হয় ? 
Ans : অটোমেশনের জন্য 

❂ 5. কোনো পেন্ডুলামকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে দোলনকাল কি হবে ? 
Ans : বাড়বে 

❂ 6. দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ কি ? 
Ans : ওরা পরস্পরের সংলগ্ন হলে তাপের আদানপ্রদান ঘটবে না 

❂ 7. সংগীত অনুষ্ঠানের জন্য তৈরি হলঘরের দেয়ালে শব্দ _____ হয় ? 
Ans : শোষিত

❂ 8. বলয় পরীক্ষা দ্বারা কোন এসিডের উপস্থিতি নিশ্চিত করা যায় ? 
Ans : নাইট্রিক এসিড 

❂ 9. টেট্রামিথাইল লেড কোথায় ব্যবহৃত হয় ? 
Ans : পেট্রোলে 

❂ 10. স্থির উষ্ণতায় চাপ কমে গেলে, কোনো নিৰ্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন ____ ? 
Ans : বেড়ে যাবে








Leave a comment