Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৭

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৭



◉ 1. লং জাম্পে খেলোয়াড়রা আগে দৌড়াতে শুরু করে কোন সুবিধার জন্য ? 
Ans : গতিজাড্য

◉ 2. কোন তরলের অপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ? 
Ans : জল 

◉ 3. X রশ্মির আয়নায়ন ক্ষমতার একক কি ? 
Ans : রন্টজেন 

◉ 4. বিভবপ্রভেদ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ? 
Ans : ভোল্টমিটার 

◉ 5. রাস্তার আলোয় কোন ধরণের আয়না ব্যবহার করা হয় ? 
Ans : উত্তল 

◉ 6. শরীরের যে এন্ডোস্কোপি করা হয় তা কোন নীতির উপর কাজ করে ? 
Ans : আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

◉ 7. বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক এসিড নিম্নলিখিত কোন দ্রব্য থেকে লঘুকৃত ? 
Ans : হাইড্রোক্লোরিক এসিড 

◉ 8. নাইট্রাস অক্সাইড কোন গ্যাস নামে অধিক পরিচিত ? 
Ans : লাফিং গ্যাস 

◉ 9. কোন বিজ্ঞানী প্রথম কৃত্রিমভাবে ইউরিয়া তৈরি করেন ? 
Ans : ভোলহার 

◉ 10. p-টাইপ অর্ধপরিবাহীতে কোনটি বিদ্যুতের পরিবাহক ? 
Ans : ধনাত্মক গহ্বর







Leave a comment