Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৩১

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৩১



➢ 1. ‘Quo Warranto’ এর আক্ষরিক অর্থ কি ? 
Ans : তোমার কি অধিকার 

➢ 2. একজন সভাপতি ছাড়া ফাইন্যান্স কমিশনের সদস্য সংখ্যা কত ? 
Ans : 4 জন

➢ 3. ভারতীয় সংবিধানের ফাইন্যান্স কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে কোন ধারায় ? 
Ans : 280 ধারায় 

➢ 4. ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলেন – ? 
Ans : এটর্নি জেনারেল

➢ 5. বিদেশে ভারতের রাষ্ট্রদূতরা কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন ? 
Ans : রাষ্ট্রপতি

➢ 6. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত ? 
Ans : 6 বছর 

➢ 7. ভারতের প্রথম সাধারণ নির্বাচন ডাকা হয় কোন সালে ? 
Ans : 1951-52 সালে

➢ 8. পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে ? 
Ans : রাজস্থানে 

➢ 9. কাকে সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা পদে নিযুক্ত করা হয় ? 
Ans : বি এন রাও

➢ 10. সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সর্বাধিনায়ক কে ? 
Ans : রাষ্ট্রপতি







Leave a comment