Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৩৪

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৩৪



❂ 1. ভারত সরকার কত তারিখে ডিমনিটাইজেশন এর ঘোষণা করেন ? 
Ans : 8 নভেম্বর, 2016

❂ 2. ব্যাংক অফ বোম্বে কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1840 সালে 

❂ 3. ব্যাংক অফ মাদ্রাজ কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1843 সালে

❂ 4. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ব্যাংক অব ক্যালকাটা স্থাপন করেন ? 
Ans : 1806 সালে

❂ 5. ভারতে প্রথম ইন্টারনেট ব্যাংকিং সুবিধাপ্রদানকারী ব্যাংক হলো ? 
Ans : ICICI ব্যাংক

❂ 6. ভারতে প্রথম বিদেশি ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান কোন সালে কলকাতায় স্থাপিত হয় ? 
Ans : 1770 সালে 

❂ 7. কোন সালে টাকার জন্য একটি নতুন রূপী চিহ্ন সরকারিভাবে গ্রহণ করা হয়েছে ? 
Ans : 2010 সালে 

❂ 8. বালিকা সমৃদ্ধি যোজনা কোন সাল থেকে চালু হয় ? 
Ans : 1997 সালে

❂ 9. স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে লঞ্চ করা হয় ? 
Ans : 1999 সালে 

❂ 10. শিক্ষা সহযোগ যোজনা কোন সালে চালু হয় ? 
Ans : 2001-02 সালে






Leave a comment