Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৩৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৩৫


Bengali GK Guide


✦ 1. কোন কমিশনের রিপোর্ট ছিল ভারত শাসন আইন, 1935 পাশ হওয়ার ভিত্তি ? 
Ans : সাইমন কমিশন 

✦ 2. কোন তারিখে মুসলিম লীগ মুক্তি দিবস হিসেবে পালন করে ? 
Ans : 22 ডিসেম্বর, 1939

✦ 3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে ? 
Ans : 1 লা সেপ্টেম্বর, 1939

✦ 4. 1943 এর ডিসেম্বর করাচী অধিবেশনে মুসলিম লীগ কিসের শ্লোগান গ্রহণ করে ? 
Ans : বিভাজন ও পরিত্যাগ (Divide and Quit)

✦ 5. সিমলা বৈঠক বা ওয়াভেল বৈঠক কত সালে সংঘটিত হয় ? 
Ans : 1945 সালে 

✦ 6. কোন তারিখে নেতাজী সুভাষচন্দ্র বসু ‘দিল্লী চলো’ যুদ্ধ ধ্বনি উত্থাপন করেন ? 
Ans : 2 রা জুলাই, 1943

✦ 7. ঝাঁসিরানী ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন ? 
Ans : লক্ষ্মী সাইগল

✦ 8. কত তারিখে করাচী তে এইচ. এম. এস হিন্দুস্তান বিদ্রোহ ঘোষণা করে ? 
Ans : 19 শে ফেব্রুয়ারী, 1946

✦ 9. ক্যাবিনেট মিশন পরিকল্পনার ওপর ভিত্তি করে কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে কোন তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ? 
Ans : 2 রা সেপ্টেম্বর, 1946

✦ 10. কোন জাতীয় নেতা ভারতে ‘ইন্ডিয়ান গ্লাডস্টোন’ নামে অধিক পরিচিত ছিলেন ? 
Ans : দাদাভাই নৌরজি









Leave a comment