Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২২

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২২


Bengali GK Guide


➥ 1. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Peiology বলা হয় ? 
Ans : কাদা বিষয়ক বিজ্ঞান 

➥ 2. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Phonology বলা হয় ? 
Ans : ভাষার ধ্বনি বিজ্ঞান 

➥ 3. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Phytology বলা হয় ? 
Ans : উদ্ভিদ বিদ্যা 

➥ 4. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Potamology বলা হয় ? 
Ans : নদী সংক্রান্ত বিজ্ঞান 

➥ 5. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Pseudoptics বলা হয় ? 
Ans : আলোক ধাঁধা বিজ্ঞান 

➥ 6. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Rheumatology বলা হয় ? 
Ans : বাতব্যাধি সংক্রান্ত বিজ্ঞান

➥ 7. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Sedimentology বলা হয় ? 
Ans : অব:ক্ষেপ সংক্রান্ত বিজ্ঞান 

➥ 8. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Sophiology বলা হয় ? 
Ans : ধারণা সংক্রান্ত বিদ্যা 

➥ 9. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Spermology বলা হয় ? 
Ans : বীজ সংক্রান্ত বিজ্ঞান 

➥ 10. কোন বিষয় নিয়ে গবেষণা করা কে Stratigraphy বলা হয় ? 
Ans : ভুস্তর বিন্যাস সংক্রান্ত বিদ্যা








Leave a comment