Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২৬

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২৬



⧨ 1. কোন সালে সর্বপ্রথম মাইক্রো কম্পিউটারটি ‘Altair 8800’ নামে প্রচলিত ছিল ? 
Ans : 1975 সালে

⧨ 2. ECG হল এক ধরনের _____ প্রকৃতির কম্পিউটার ? 
Ans : হাইব্রিড কম্পিউটার

⧨ 3. ডেস্কটপ কে বলা হয় _______ প্রকৃতির কম্পিউটার ? 
Ans : ডিজিটাল কম্পিউটার

⧨ 4. স্পীডোমিটার হল এক ধরনের ______ প্রকৃতির কম্পিউটার ? 
Ans : অ্যানালগ কম্পিউটার 

⧨ 5. কম্পিউটারের কোন অংশ টি যান্ত্রিক লিভার বা ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয় ? 
Ans : কীবোর্ড

⧨ 6. কোন প্রিন্টিং উচ্চমানের লেখা এবং গ্রাফিক্স তৈরি করে ড্রাম এর মাধ্যমে ? 
Ans : লেসার প্রিন্টিং 

⧨ 7. CCTV সিস্টেম কে ______ বলা হয় ? 
Ans : ভিডিও এনকোডার

⧨8. UNIX হলো একটি ______ প্রকৃতির সফ্টওয়্যার ? 
Ans : সিস্টেম সফ্টওয়্যার

⧨ 9. ওয়েব সার্চ ইঞ্জিন হল _______ প্রকৃতির সফ্টওয়্যার ? 
Ans : এপ্লিকেশন সফ্টওয়্যার

⧨ 10. GDPR গাইডলাইনের কথা প্রায় শোনা যায়, যার পুরো কথা হল ? 
Ans : জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন







Leave a comment