Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১১
❏ 1. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
Ans : গ্রামণী
❏ 2. “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ?
Ans : অশ্বঘােষ
❏ 3. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?
Ans : বুদ্ধদেব
❏ 4. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তিত হয়েছিল ?
Ans : শ্রীলঙ্কা
❏ 5. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ?
Ans : জৈনধর্ম
❏ 6. উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?
Ans : হিন্দুকুশ
❏ 7. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ?
Ans : মগধ
❏ 8. হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ?
Ans : বানভট্ট
❏ 9. সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ?
Ans : প্রিয়দর্শী
❏ 10. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
Ans : বল্লাল সেন