Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১৫
✍ 1. বিজ্ঞানী টি বোভেরি কোশের কোন অঙ্গানু আবিষ্কার করেন ?
Ans : সেন্ট্রোজোম
✍ 2. বিজ্ঞানী ক্যামিলিও গলগি কোশের কোন অঙ্গানু আবিষ্কার করেন ?
Ans : গলগি বডি
✍ 3. বিজ্ঞানী রবার্ট ব্রাউন কোশের কোন অঙ্গানু আবিষ্কার করেন ?
Ans : নিউক্লিয়াস
✍ 4. বিজ্ঞানী আর অল্টম্যান কোশের কোন অঙ্গানু আবিষ্কার করেন ?
Ans : মাইটোকন্ড্রিয়া
✍ 5. বিজ্ঞানী কে আর পোর্টার কোশের কোন অঙ্গানু আবিষ্কার করেন ?
Ans : এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
✍ 6. টমেটোর লাল বর্ণ ______ নামক লাল বর্ণের রঞ্জকের জন্য হয় ?
Ans : লাইকোপেন
✍ 7. মাইটোসিস মূলত দেহকোষে দেখতে পাওয়া যায়, তাই একে _____ বলে ?
Ans : সোমাটিক বিভাজন
✍ 8. দুটি ক্রোমাটিডের স্পাইরালাইজেশন ঘটে মিওসিসের কোন দশায় ?
Ans : প্রফেজ
✍ 9. দুটি নতুন নিউক্লিয়াসের গঠিত হয় মিওসিসের কোন দশায় ?
Ans : টেলোফেজ
✍ 10. কোন বিজ্ঞানী জীবজগৎ কে মোট 5 টি ভাগে ভাগ করেন ?
Ans : আর এইচ হুইট্টাকার