Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১৬
✦ 1. ঋগবেদের সবচেয়ে পবিত্র মন্ত্র কোনটি কে মনে করা হয় ?
Ans : গায়ত্রী মন্ত্র
✦ 2. ঋগবৈদিক যুগে সংগৃহীত করের নাম কি ?
Ans : বলি
✦ 3. বালগঙ্গাধর তিলকের মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ?
Ans : সুমেরু অঞ্চল
✦ 4. কোন বেদে যজ্ঞের উপাচার, জীবিকা সম্পর্কিত উল্লেখ আছে ?
Ans : যজুবেদ
✦ 5. ঋগবেদে মোট কত গুলি মন্ডল নিয়ে গঠিত ?
Ans : 12 টি
✦ 6. ঋগবেদে সবচেয়ে বেশি বার ব্যবহৃত শব্দ টি হল ?
Ans : ‘ওম’
✦ 7. বৈদিক যুগে বিশের প্রধান কে কি বলা হতো ?
Ans : বিশপতি
✦ 8. বৈদিক যুগে যুদ্ধ কে কি বলা হতো ?
Ans : গাভীষ্ঠী
✦ 9. _____ বৈদিক সাহিত্য থেকে সৃষ্ট কিন্তু বেদের অংশ নয় ?
Ans : বেদান্ত
✦ 10. কোন বেদে হোম যজ্ঞের সামগান বা স্তুতির উল্লেখ রয়েছে ?
Ans : সামবেদ