Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১৭

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১৭



★ 1. অস্ট্রেলিয়া মহাদেশে কোন ধরণের তৃণভূমি দেখা যায় ? 
Ans : ডাউনস 

★ 2. ল্যানোস তৃণভূমি দেখা যায় কোন দেশে ? 
Ans : ভেনেজুয়েলা 

★ 3. ব্রাজিলে কোন ধরণের তৃণভূমি দেখা যায় ? 
Ans : ক্যাম্পস

★ 4. বরদৌছিলা ঝড়টি ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : অসম 

★ 5. আঁধি নামক ধূলিঝড় টি ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : রাজস্থান 

★ 6. চেরী ব্লজম বৃষ্টিপাত ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : কেরালা

★ 7. ইস্টার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : খড়গপুর 

★ 8. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি/সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : হায়দ্রাবাদ 

★ 9. ন্যাশনাল এটমোস্ফিয়ার রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত ? 
Ans : তিরূপতি 

★ 10. ভোগালি বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : আসাম ও মনিপুর






Leave a comment