Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭১৯



❐ 1. NSO প্রতিরক্ষা ও বৈদেশিক বাণিজ্য কে অর্থনীতির কোন ক্ষেত্রে রেখেছে ? 
Ans : টারশিয়ারি ক্ষেত্র 

❐ 2. NSO বিদ্যুৎ উৎপাদন কে অর্থনীতির কোন ক্ষেত্রে রেখেছে ? 
Ans : গৌণ ক্ষেত্র

❐ 3. দেশের ভেতরে থাকা বিদেশী সংস্থা কতৃক উৎপন্ন দ্রব্যের মূল্য ______ -র অন্তর্ভুক্ত ? 
Ans : GDP

❐ 4. জাতীয় আয় ও মোট জনসংখ্যার অনুপাত ______ নামে পরিচিত ? 
Ans : মাথা পিছু আয় 

❐ 5. প্লানিং এডভাইজারি কমিটি গঠিত হয় কোন সালে ? 
Ans : 1946 সালে 

❐ 6. ইকোনমিক প্রোগ্রাম কমিটি গঠিত হয় কোন সালে ? 
Ans : 1947 সালে 

❐ 7. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড-ডোমার কৌশলের উপর গড়ে ওঠে ? 
Ans : প্রথম 

❐ 8. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোন সালে গঠিত হয় ? 
Ans : 1952 সালে 

❐ 9. ডি ডি ধর কর্তৃক কততম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় ? 
Ans : পঞ্চম 

❐ 10. রয়াল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি এন্ড ফাইন্যান্স কবে প্রতিষ্ঠিত হয় ? 
Ans : 1925 সালে










Leave a comment