Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৫
☞ 1. ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা কার মাঝে অবস্থিত ?
Ans : ডান অলিন্দ – ডান নিলয়
☞ 2. কোন আয়ন রক্ত তঞ্চনে সাহায্য করে ?
Ans : ক্যালসিয়াম
☞ 3. হৃৎপিণ্ডের স্পন্দন কব্জির ওপর ____ ধমনীতে অনুভব করা যায় ?
Ans : রেডিয়াল
☞ 4. এক গ্রাম কার্বোহাইড্রেট দহনে কত পরিমান শক্তি উৎপন্ন হয় ?
Ans : 9.3 kcal
☞ 5. যকৃতের কোন কোশ রোগ জীবাণুদের ধ্বংস করে ?
Ans : কুফার কোশ
☞ 6. 1 পারসেক = কত আলোকবর্ষ ?
Ans : 3.26
☞ 7. CGS পদ্ধতিতে চাপের SI একক কি ?
Ans : ডাইন/সেমি^2
☞ 8. অটোমেটিক ফ্লাশ কোন নীতির উপর কাজ করে ?
Ans : সাইফন ক্রিয়া
☞ 9. পৃষ্ঠটানের SI একক কি ?
Ans : ডাইন/সেমি
☞ 10. প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যাওয়ার কারণ কোন নীতি ?
Ans : বার্নউলির নীতি