Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৬

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৬



■ 1. যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান,কিন্তু ভরসংখ্যা আলাদা তাদের বলে ? 
Ans : আইসোটোপ

■ 2. ক্যাথোড রশ্মি হলো _____  এর প্রবাহ ? 
Ans : ইলেকট্রনের

■ 3. কোন ধাতুর মিশ্রণ এরোপ্লেন তৈরিতে ব্যবহার করা হয় ? 
Ans : এলুমিনিয়াম

■ 4. মানুষের শরীরে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তে রূপান্তর ঘটে কোন অঙ্গে ? 
Ans : যকৃৎ

■ 5. আয়োডিন / ব্রোমিনের মধ্যে কোন অধাতুকে সাধারন উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায় ? 
Ans : ব্রোমিন

■ 6. গাড়ি থেকে নির্গত ধোঁয়াতে কি পদার্থ থাকে যার ফলে মানসিক রোগ হয় ? 
Ans : সীসা

■ 7. সোডিয়াম হাইড্রাইড / সোডিয়াম ক্লোরাইড – কোনটির তড়িৎবিশ্লেষনে অ্যানোড-এ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ? 
Ans : সোডিয়াম হাইড্রাইড

■ 8. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম ধাপ কোনটি ? 
Ans : ক্লোরোফিল এর সক্রিয়করন

■ 9. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভেঙে যাওয়াকে কি বলা হয় ? 
Ans : ফটোলাইসিস

■ 10. মানুষের লালরসে কোন ধরনের উৎসেচক থাকে ? 
Ans : এমাইলেজ










Leave a comment