Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৭
❂ 1. সর্বাধিক স্বাক্ষরতা যুক্ত রাজ্য টি হলো ?
Ans : কেরল (94%)
❂ 2. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক ?
Ans : উত্তর 24 পরগনা
❂ 3. ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বোচ্চ ?
Ans : কেরল
❂ 4. পশ্চিমবঙ্গ কত গুলি রাজ্য দ্বারা পরিবেষ্টিত ?
Ans : 5 টি রাজ্য
❂ 5. আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলাটি হল ?
Ans : দক্ষিণ 24 পরগনা
❂ 6. পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা কোনটি ?
Ans : গোবরডাঙ্গা (1870)
❂ 7. বাংলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের কোন রিজিয়নে ?
Ans : বক্সা ডুয়ার্স
❂ 8. বাংলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ভারতের কোন রিজিয়নে ?
Ans : ময়ূরেশ্বর (বীরভূম)
❂ 9. সুন্দরবন কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে কোন সালে ?
Ans : 1999 সালে
❂ 10. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ টি হলো ?
Ans : গোর্গাবুরু